শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট আইনজীবী আলিফ হত্যায় কাউকে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা শীতে কাপছে পঞ্চগড়, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি কাদের মির্জার শ্যালক চট্টগ্রামে গ্রেফতার আয়নাঘরের অভিজ্ঞতা এত ভয়াবহ অনেকেই তা বলতে চায় না: নাহিদ চিন্ময়সহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

ডাক্তারদের জন্য ফ্রি গাড়ি সার্ভিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম: করোনা সংক্রমণের এই সময়ে সিলেটের ডাক্তারদের যাতাযাতের জন্য নিজের গাড়ি দিয়ে ফ্রি সার্ভিসের ব্যবস্থা করেছেন ডা. সুমন লাল দেব। এখন গাড়িটি প্রতিদিন চিকিৎসকদের আনা-নেওয়ার কাজে ব্যবহার হচ্ছে।

ডা. সুমন লাল দেব সিলেট ওমেনস মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত চলছে এই সেবা কার্যক্রম।

ডা. সুমন বলেন, রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে আট/দশজন ডাক্তার আমার গাড়িটি ব্যবহার করেছেন। প্রচুর সাড়া পাচ্ছি। আমাদের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত চলবে আমার এ কার্যক্রম।

এমন ব্যতিক্রমী কাজের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, গত কয়েকদিন থেকে আমি বাসায় যাওয়ার সময় প্রায়ই দেখছি, ডাক্তাররা হেঁটে হেঁটে ডিউটি থেকে যাচ্ছেন। এই লকডাউনের সময় তাদের হাসপাতাল বা ক্লিনিক থেকে কোনো গাড়ির ব্যবস্থা কেউ করছে না। আমি সিলেটের বেশির ভাগ হাসপাতালে ফোন করে জেনেছি হাসপাতাল ডাক্তারদের জন্য কোনো পরিবহন দিচ্ছে না। শুধু ডাক্তারদের কথা ভেবেই এমন উদ্যোগ আমার।

এ প্রসঙ্গে তিনি বলেন, ডাক্তাররা নিজের বাসস্থান থেকে হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার জন্য অথবা হাসপাতাল বা ক্লিনিক থেকে বাসায় আসার সময় যদি কোনো গাড়ির প্রয়োজন হয় তাহলে আমাকে একটা ফোন দেবেন। আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার গাড়ি পাঠিয়ে দেবো।

সিলেট শহরে কোনো ডাক্তারের যদি চিকিৎসার কাজে যাওয়ার জন্য গাড়ির প্রয়োজন হয় তবে অবশ্যই 01716870262 (ডা. সুমন) অথবা 01994653467 (চালক আরিফ) এ দুই নম্বরের কোনো একটিতে ফোন করে গাড়িটি সম্পূর্ণ ফ্রিতে বুকিং দেওয়া যাবে।

-এটি


সম্পর্কিত খবর