শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট আইনজীবী আলিফ হত্যায় কাউকে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা শীতে কাপছে পঞ্চগড়, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি কাদের মির্জার শ্যালক চট্টগ্রামে গ্রেফতার আয়নাঘরের অভিজ্ঞতা এত ভয়াবহ অনেকেই তা বলতে চায় না: নাহিদ চিন্ময়সহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

কিশোরগঞ্জে একদিনে ২৪ জনের করোনা শনাক্ত, স্বাস্থ্য বিভাগেরই ১৬ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৬ জনই স্বাস্থ্য বিভাগের। জেলার একটি উপজেলায় প্রশাসনের উচ্চ পদস্থ একজন কর্মকর্তাও করোনায় আক্রান্ত হয়েছেন।

গতকাল শনিবার কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হওয়ায় করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৪ এপ্রিল থেকে বন্ধ করে দেয়া হয়েছে। কিশোরগঞ্জ সদর, ইটনা, কটিয়াদী, তাড়াইল ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও করোনা হানা দিয়েছে। তাই জেলাজুড়ে জরুরি স্বাস্থ্যসেবাও ধীরে ধীরে সীমিত হয়ে পড়েছে।

ডা. মুজিবুর রহমান জানান, ১৬ এপ্রিল জেলা থেকে ৯৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তার মধ্যে ২৪ জনের পজেটিভ এসেছে। সব মিলিয়ে ৭৬ জন শনাক্ত হয়েছে। এর মধ্যে করিমগঞ্জ উপজেলায় ১৬ জন, ভৈরব উপজেলায় ১৫ জন, ইটনা উপজেলায় ৫ জন, বাজিতপুরে ২ জন, কিশোরগঞ্জ সদর উপজেলায় ৮ জন, পাকুন্দিয়া উপজেলায় ৩ জন, তাড়াইল উপজেলায় ১১ জন, কুলিয়ারচরে ৭ জন, কটিয়াদীতে ২ জন, মিঠামইনে ৩ জন, অষ্টগ্রামে একজন. হোসেনপুরে ২ জন ও নিকলীতে একজন করোনা শনাক্ত হয়েছেন।

করোনা আক্রান্তদের মধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ জন, রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে দু’জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দু’জন, ময়মনসিংহের এসকে হাসপাতালে একজনের চিকিৎসা হচ্ছে। বাকিরা নিজ নিজ বাসা-বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তাদের শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছে সিভিল সার্জন অফিস।

-এএ


সম্পর্কিত খবর