আওয়ার ইসলাম: করোনাভাইরাসের সামাজিক সংক্রমণ রোধ করতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
আজ রোববার বিকেলে জারি করা গণবিজ্ঞপ্তিতে সংক্রমণ রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষে এ উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়।
ইউএনও মোহাম্মাদ রুহুল আমিন জানান, চট্টগ্রামের জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সোমবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাটহাজারী উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
প্রশাসনের জারি করা গণবিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপজেলা থেকে সড়ক, নৌ বা অন্য কোনো পথে কোনো ব্যক্তি বা যানবাহন বের হতে পারবে না। বাইরে থেকেও এখানে আসতে পারবে না। পাশাপাশি সব ধরনের যানবাহন ও জনসমাগম বন্ধ থাকবে। এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত থাকবে।
তবে লকডাউনের সময় বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট, ব্যাংকিংসহ জরুরি সেবায়; চিকিৎসা ও ওষুধ সরবরাহে; নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য পরিবহন এবং কৃষিপণ্য পরিবহনে নিয়োজিত ব্যক্তি ও যানবাহনের জন্য ওপরের নির্দেশনা শিথিল থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উল্লেখ করেন।
-এটি