আওয়ার ইসলাম: কুমিল্লার মেঘনা উপজেলার বিভিন্ন গ্রামের চারশ’ দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব, হেফাজতে ইসলাম ঢাকা মহানগর দফতর সম্পাদক, সাতানি আশরাফুল উলূম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আলতাফ হোসাইন।
আজ শনিবার সকাল ১০টায় সাতানি আশরাফুল উলূম মাদরাসা মাঠে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আলু, পেয়াজ, লবন, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় ব্যবহার ও খাদ্যসামগ্রী।
মাওলানা আলতাফ হোসাইন বলেন, মেঘনা আমার জন্মভূমি। করোনাকালীন বিপর্যয়ে এলাকার দরিদ্র ও কর্মহীন মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকেই ঢাকা থেকে এলাকায় চলে এসেছি। বেশ কিছুদিন থাকবো। মেঘনাবাসীর সুখে-দুঃখে পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো। সামর্থ অনুযায়ী তাদের জন্য আমার পক্ষ থেকে সহায়তা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন- মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, ভাইস চেয়ারম্যান মিলন সরকার, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
-এএ