শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬


রমজান উপলক্ষে মসজিদ উন্মুক্ত করার আহ্বান ইত্তেহাদুল উলামা সাভারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারের ওলামায়ে কেরামের সামাজিক সংগঠন ইত্তেহাদুল উলামা সাভার উপজেলার কেন্দ্রীয় কমিটি দাবি জানিয়েছেন, রহমত ও বরকতের মাস রমজান উপলক্ষে মসজিদ যেন উন্মুক্ত করে দেওয়া হয়।

আজ সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, রমজান কুরআন নাজিলের মাস। রহমত ও বরকতের মাস। রমজান উপলক্ষে আল্লাহ অসংখ্য মানুষকে ইহকালীন ও পরকালীন মুক্তি দান করেন। মানুষের কান্নাকাটি আল্লাহ কবুল করেন। এমনকি মুমিন বান্দার কোন দোয়া ফিরিয়ে দেওয়া হয়না।

সুতরাং আমরা ধর্ম মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাচ্ছি, সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ পূর্বক তারা যেন সাধারণ মুসল্লিদের জন্য মসজিদে গমনাগমন উন্মুক্ত করে দেন। আক্রান্ত ও সন্দেহভাজন ব্যক্তিরা মসজিদে আসবেন না। এছাড়াও স্বাস্থ অধিদপ্তরের নির্দেশনা অনুয়ায়ী সুস্থ-সবল মুসলমান মসজিদে আসবেন। সতর্কতা অবলম্বন ছাড়া কেউ মসজিদে আসবেন না।

বিবৃতিতে আরও বলা হয়, একটি খারাপ সময় অতিক্রম করছে প্রিয় জন্মভূমি বাংলাদেশ। কিন্তু আমরা বিশ্বাস করি যেই প্রতিপালক আমাদের উপর বিপদ দিয়েছেন, একমাত্র তিনিই এর থেকে মুক্ত করতে পারেন। সুতরাং কোভিড-১৯ থেকেও মুক্তি দিতে পারেন তিনিই। তাই আমাদের আহ্বান থাকবে, রমজান উপলক্ষে বিশেষ ইবাদতের জন্য মসজিদ পরিপূর্ণ উন্মুক্ত করে দিন।

আজ সকালে প্রেরিত বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান সংগঠনের কেন্দ্রীয় শূরা প্রধান শাইখুল হাদিস মাওলানা আশিকুর রহমান কাসেমী এবং সভাপতি মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আলী আকবর কাসেমী এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি নাজমুল হাসান বিন নূরী।

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে জুমা ও জামাতে মুসল্লিদের সংখ্যা নির্ধারিত করে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। জারি হওয়া আদেশটি এখনও বলবৎ রয়েছে। রমজান উপলক্ষে মসজিদ খুলে দেওয়া হবে কিনা -এ বিষয়ে আলাদা কোনো বক্তব্য প্রদান করেনি ধর্ম মন্ত্রণালয় বা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ