শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬


বালাগঞ্জে করোনা সন্দেহে ৫ জনের নমুনা সংগ্রহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জে করোনা ভাইরাস (কোভিড-১৯) সন্দেহে ৫ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

শনিবার বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের হিংড়াকান্দি গ্রামে গিয়ে তাদের নমুনা সংগ্রহ করেন।

নমুনা সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এস এম শাহরিয়ার।

সন্দেহভাজন এই ৫ জনের মধ্যে ২ জন ঢাকা থেকে এবং ৩ জন কুমিল্লা থেকে বালাগঞ্জ এসেছেন। তারা সবাই জীবিকার তাগিদেই ঢাকা ও কুমিল্লা গিয়েছিলেন।

তবে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, তারা ৫ জনই কুমিল্লা থেকে এসেছেন এবং তারা এখানকার স্থানীয়। সার্বক্ষণিক তাদের খোঁজখবর নিচ্ছেন এবং হোম কোয়ারান্টাইন মেনে চলছে কি না তা তদারকি করছেন বলেও জানান তিনি।

এ ব্যাপারে দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম নজম বলেন, ওই ৫ জন লোক অন্য এলাকা থেকে এখানে আসার খবর জানতে পেরে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ইউএনও মহোদয়কে বিষয়টি অবহিত করেন।

বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেন, আমি বিষয়টি জানার পর তাদের নমুনা সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বললে মেডিকেল টিম সেখানে গিয়ে তাদের নমুনা সংগ্রহ করেন।

এই ৫ ব্যক্তি বর্তমানে তাদের বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানা গেছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ