আওয়ার ইসলাম: নশেরপুর সদর হাসপাতালে ১১ দিন চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছেন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত দুই নারী। বৃহস্পতিবার দুপুরে তাদের হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে পাঠানো হয়।
করোনায় আক্রান্ত হওয়ার পর তারা ওই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। এই জেলায় তারাই প্রথম, যারা করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।
সুস্থ হওয়া ওই দুইজন হলেন- জেলার শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া খোদেজা বেগম এবং সদর উপজেলার মধ্যবয়রা গ্রামের গৃহিণী শাহিনা বেগম।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা সিভিল সার্জন ডা. এ কে এম আনোয়ারুর রউফ। তিনি জানান, গত ৫ এপ্রিল জেলায় প্রথম ওই দুই নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। ওই দিনই সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নির্দেশনা অনুযায়ী তাদের হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হয়। সম্প্রতি তাদের নমুনা পর পর তিনবার পরীক্ষা করে তাতে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তাই তাদের আজ বাড়ি পাঠিয়ে দেয়া হয়। তারাই এ জেলাতে সুস্থ হওয়া প্রথম দুই ব্যক্তি।
-এএ