শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬


মাদারীপুর জেলা লকডাউন ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুর জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে। আজ রাত ১০টা থেকে মাদারীপুরে লকডাউন শুরু হবে। আজ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মুহা. ওয়াহিদুল ইসলাম এ ঘোষণা দেন।

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই লকডাউন বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে আওতামুক্ত থাকবে জরুরি সেবা। ওষুধের ফার্মেসি ছাড়া প্রতিদিন দুপুর ১২টার পর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানও বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

মাদারীপুর জেলায় করোনা ভাইরাসে মোট ২৩ জন আক্রান্তের খবর জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি মুহা. ওয়াহিদুল ইসলাম। তিনি বলেন, শিবচর উপজেলায় ১৫ জন, সদরের সংখ্যা ৫, কালকিনি একজন আক্রান্ত হয়েছেন এবং রাজৈর উপজেলায় আক্রান্তের সংখ্যা ২ জন। বর্তমানে সদর উপজেলায় ৫ জন ব্যক্তি করোনা শনাক্ত হওয়ায় পূর্বের তিনটি উপজেলাসহ সদর উপজেলা অর্থাৎ মাদারীপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হলো। প্রশাসন এখন থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও লকডাউন কার্যকর করতে আরও কঠোর ভূমিকা পালন করছে।

জেলা প্রশাসকের কার্যালয় হতে জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়- লকডাউনের সময় মাদারীপুর জেলায় জনসাধারণ প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ ঘোষণা করা হলো। এ সময় জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথে অন্য কোন জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ বা অন্য জেলায় গমন করতে পারবেন না। এছাড়া সকল ধরণের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরী পরিবেসা চিকিৎসা সেবা, কৃষি, পণ্য, খাদ্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং সেবা, মোবাইল ব্যাংকিং, ওষুধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন, কর্মী ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ