শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
আ.লীগ আমল থেকে সংখ্যালঘুরা বেশি নিরাপত্তা পাচ্ছে বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট আইনজীবী আলিফ হত্যায় কাউকে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা শীতে কাপছে পঞ্চগড়, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি কাদের মির্জার শ্যালক চট্টগ্রামে গ্রেফতার আয়নাঘরের অভিজ্ঞতা এত ভয়াবহ অনেকেই তা বলতে চায় না: নাহিদ চিন্ময়সহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী

ভাঙ্গায় করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় করোনার সংক্রমণ উপসর্গ নিয়ে শাহিন মাতুব্বর (১৮) নামে এক যুবকের মারা গেছে। উপজেলার চান্দ্রা ইউনিয়নের একটি গ্রামে গত মঙ্গলবার দিবাগত রাতে যুবকটি মারা যায়।

ভাঙ্গা উপজেলা প্রশাসন ও চান্দ্রা ইউপি চেয়ারম্যান এ খবর নিশ্চিত করে।

জানা যায়, মৃত শাহিন ওই এলাকার হারুন মাতুব্বরের ছেলে। মঙ্গলবার ৩টার দিকে তার মৃত্যু হয়। সে ১০দিন আগে ঢাকা থেকে বাড়ি আসে। সে ঢাকায় ফুসকা বিক্রি করত বলে স্থানীয়রা জানায়।

প্রতিবেশী মুহা. লাবু বলেন, মৃত ওই যুবক ১০দিন আগে ঢাকা থেকে বাড়ি আসে। এরপর সে জ্বর, শ্বাসকষ্ট ও গলা ব্যাথা আক্রান্ত হয়ে গত রাত ৩ টার দিকে তার মৃত্যু হয়। আমরা চেয়ারম্যান ও স্থানীয় থানাকে বিষয়টি জানিয়েছি।

চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, ওই পরিবারটি নিহতের এ ধরনের উপসর্গ ছিলো এটা গোপন করে রেখে ছিলেন। আমি বিষয়টি জানার পর তাৎক্ষণিক ভাঙ্গা থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি।

ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুর রহমান খান জানান, মৃতের নুমনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে। আর নিয়ম অনুযায়ী প্রশাসনের ত্ববধানে তার লাশ দাফনের ব্যবস্থা গ্রহন করা হবে। এর আগে ফরিদপুরের নগরকান্দায় দু’জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ আসায় নগরকান্দা উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর