আওয়ার ইসলাম: বকেয়া বেতনের দাবিতে সাভারে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
আজ রোববার সকালে রাকিব ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা সিংগাইর-হেমায়েতপুর সড়কে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকরা জানান, রাকিব ফ্যাশন লিমিটেড কারখানার মালিক গত জানুয়ারি মাস থেকে শ্রমিকদের বেতন নিয়ে তালবাহানা করে আসছেন। মার্চ মাসের বকেয়া বেতন ৫ তারিখে পরিশোধের কথা থাকলেও কর্তৃপক্ষ ওই দিন বেতন না দিয়ে ১৩ তারিখে দেয়ার আশ্বাস দিয়ে কারখানা ছুটি ঘোষণা করে। এদিকে কারখানার একাধিক শ্রমিক অফিস স্টাফদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, আগামীকালও বেতন দেয়া হবে না। তাই আজ বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করা হচ্ছে।
আশুলিয়া শিল্প পুলিশের (এসপি) সানা সামিনুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে। তবে যেকোনো অপ্রিতীকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
-এএ