আওয়ার ইসলাম: বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের লাশ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দাফন করা হয়েছে। শনিবার রাত ১২টা ১ মিনিটে ফাঁসির রায় কার্যকর করার পর সব আনুষ্ঠানিকতা শেষে রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ।
খুনি মাজেদ এবং তার পরিবারের ইচ্ছা অনুযায়ী গ্রামের বাড়ি ভোলায় তার লাশ দাফন হওয়ার কথা ছিল। তবে ভোলার স্থানীয় জনগণ মাজেদের লাশ সেখানে দাফন করতে দেবে না জানিয়ে বিক্ষোভ করে।
পরে পরিবারের সিদ্ধান্তে রোববার (১২ এপ্রিল) ভোরে গোপনে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাজেদের লাশ দাফন করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসন কিছুই জানে না বলে জানিয়েছে।
নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, আবদুল মাজেদের শ্বশুরবাড়ি সোনারগাঁয়ের শম্ভুপাড়া এলাকায়। ভোরে কয়েকটি গাড়ি আসে এ এলাকায়। এসময় গোপনে তার লাশ দাফন করে পরিবার।
এ ব্যাপারে সোনারগাঁও থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) আবদুল ওয়াদুদের সঙ্গে কথা হলে তিনি জানান, প্রশাসনিকভাবে তারা এ খবরটি এখনো নিশ্চিত নয়, তাদের কাছে এরকম কোনো খবর আসেনি।
এর আগে শনিবার বিকেলে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মাজেদের ফাঁসি কার্যকর হওয়ার পর তার লাশ ভোলার মাটিতে না পাঠানোর দাবি জানান ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। শনিবার বিকেলে তার নির্বাচনী এলাকা লালমোহন উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এ দাবি জানান তিনি।
-এএ