শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬


করোনায় আক্রান্ত আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আমতলী উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জিএম দেলোয়ার (৭২) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ঘটনায় আমতলী উপজেলা লকডাউন করেছে প্রশাসন।

শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে পৌরসভার লোচা গ্রামের বাড়িতে শ্বাসকষ্ট ও জ্বরে তিনি মারা যান। মানুষকে সচেতন করতে মাইকিং করেছে প্রশাসন। এ ঘটনায় এলাকায় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, জিএম দেলওয়ার হোসেন গত মঙ্গলবার শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হন। বুধবার তাকে আমতলী উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বুধবার তিনি ওই হাসপাতালে চিকিৎসা নেন। ওই হাসপাতালের চিকিৎসকরা তার করোনা ভাইরাস সন্দেহে নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) পাঠিয়ে দেন। ওই হাসপাতাল থেকে তাকে ওইদিনই বাড়িতে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার সময় তার মৃত্যু হয়। মারা যাওয়ার একদিন পর শুক্রবার দুপুর ২টার দিকে পটুয়াখালীতে তার রিপোর্ট আসে। এতে তিনি করোনা পজেটিভ ছিলেন বলে উল্লেখ করা হয়।

বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়ার খবর পেয়েই জিএম দেলোয়ারের বাড়ি আমরা লকডাউন করে দিয়েছি। এছাড়াও তার জানাজা এবং দাফন স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী করা হয়েছে।

তিনি আরও বলেন, তার সংস্পর্শে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়। প্রয়োজন অনুসারে তার সংস্পর্শে যারা এসেছে তাদের রক্ত পরীক্ষা করা হবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ