শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


স্বামী-স্ত্রী বা অন্যান্য সদস্যদের নিয়ে ঘরে জামাতে নামাজ আদায়ের পদ্ধতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতী মেরাজ তাহসীন।।

প্রশ্ন: হুজুর করোনা পরিস্থিতিতে আমি কি আমার স্ত্রী বা ছেলে মেয়ে নিয়ে বাড়িতে জামাতে নামায অাদায় করতে পারব? যদি পারি তাহলে কিভাবে পড়ব? তার কি কোনো ভিন্ন পদ্ধতি আছে? জানাবেন প্লীজ ৷

উত্তর: সাধারন অবস্থায় পুরুষের জন্য মসজিদে গিয়ে জামাতের সহিত নামায আদায় করা জরুরি। বিনা ওযরে ফরয নামায ঘরে আদায় করা ঠিক নয়।

তবে বর্তমান মরনঘাতি করোনা পরিস্থিতিতে মসজিদের জামাতে শরিক না হয়ে ঘরে নামায আদায় করার সুযোগ রয়েছে৷ এক্ষেত্রে একাকী নামায না পড়ে বাসায় মা,বোন,স্ত্রী,সন্তানদের নিয়ে জামাতে নামায পড়াই উত্তম। এক্ষেত্রে নামাযের ভিন্ন কোনো পদ্ধতি নেই৷ মসজিদের জামাতের মত ইকামত দিবে৷ ইকামত পুরুষ দিবে৷ পুরুষ মুক্তাদি না থাকলে ইমাম নিজেই দিবে৷ মহিলাদের মাধ্যমে ইকামত দেওয়াবে না৷

মসজিদের আযানের পর জামাত শুরু করবে ৷ তবে নামাযের সময় হয়ে গেলে নিজেরাও বাড়িতে আযান দিয়ে জামাত পড়তে পারবে ৷ নামাযে দাঁড়ানোর পদ্ধতির ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে, সেটা হল, স্ত্রী বা মহিলাগন ইমামের পিছনে দাঁড়াবে। পুরুষের নেই ডানে বা বরাবর হয়ে দাঁড়াবে না ৷ পুরুষ মুক্তাদি একজন হলে ইমামের ডান দিকে দুজন হলে পিছনে দাঁড়াবে ৷ মহিলা মুক্তাদিগন পুরুষ মুক্তাদিগনেরও পিছনে দাঁড়াবে ৷

আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ও আমার পরিবারের একজন মহিলাকে নিয়ে নামায পড়েছেন। তখন আমাকে তাঁর ডান পাশে এবং ঐ মহিলাকে পিছনে দাঁড় করিয়েছেন। সুনানে নাসায়ী ১/৯২; আলমুজামুল আওসাত, তবারানী ৪৬১৷

উত্তর প্রদানে, মুফতী মেরাজ তাহসীন, মুফতী: জামিয়া মাজহারুল হক দারুল উলুম, দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ