শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


অসহায়দের সাহায্য করে মিডিয়াতে প্রচার করা যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতী মেরাজ তাহসীন।।

প্রশ্ন: হুজুর মানবিক কাজ যেমন করোনা পরিস্থিতিতে অসহায় গরীব, নিম্নবিত্তদের দান-সদকাহ সাহায্য সহযোগিতা করে ছবি তুলে সোস্যাল মিডিয়াতে পোস্ট করা বা ছবি দেওয়ার বিষয়টি কোরআন হাদিসের আলোকে কেমন? আর যারা সমালোচনা করে তাদের বিষয়ে কি বলে?
একজন এর দেওয়া পোস্ট টা দেখে যদি অন্য আরও কয়েকজন এগিয়ে আসে মানবিক কাজে তখন সেই পোস্ট দেওয়াটি ঠিক না বেঠিক?
একটু কোরআন হাদিস এর আলোকে একটা উত্তর দিলে অনেক উপকৃত হতাম।

উত্তর: দান-সদকা, বিপদে অসহায় গরীবদের সাহায্য সহযোগিতা করা একটি মহৎ কাজ৷ ইসলামের একটি গুরুত্বপুর্ন শিক্ষা ৷ তবে এক্ষেত্রে আমাদের লক্ষ রাখতে হবে যে, একাজটি যেন এখলাছের সহিত হয়। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয় ৷ লোক দেখানোর উদ্দেশ্যে যেন না হয়৷ কেননা আল্লাহ তায়ালা কোরআনে কারীমে ইরশাদ করেন, وَمَا تُنفِقُونَ إِلَّا ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ ۚ وَمَا تُنفِقُوا مِنْ خَيْرٍ يُوَفَّ إِلَيْكُمْ

অর্থ: তোমরা যা কিছু দান করো তা আল্লাহর সন্তুষ্টির জন্যই করো, আর যা কিছু তোমরা দান করো, তার পুরস্কার পুরোপুরি প্রদান করা হবে।সুরা বাকারা, আয়াত: ২৭২৷

অসহায়দের গরীবদের পাশে দাড়ানোর মত মানবিক কাজে ইখলাছ থাকলে প্রকাশ্যে বা গোপনে উভয়ভাবে করা জায়েয ৷ এ ব্যাপারে কোরআনে কারীমে আল্লাহ তায়ালা ইরশাদ করেন, إِنْ تُبْدُوا الصَّدَقَاتِ فَنِعِمَّا هِيَ وَإِنْ تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَكُمْ ۚ وَيُكَفِّرُ عَنْكُمْ مِنْ سَيِّئَاتِكُمْ
অর্থ: তোমরা যদি প্রকাশ্যে দান করো তা ভালো, আর যদি গোপনে তা করো এবং অভাবীকে দাও, তবে তা হবে তোমাদের জন্য আরো ভালো; এতে আল্লাহ তোমাদের কিছু কিছু পাপ মুছে দেবেন। সুরা বাকারা, আয়াত: ২৭১৷

প্রকাশ্যে দান করা ভালো; এটা এ জন্য যে এ দানের দেখাদেখি উৎসাহিত হয়ে অনেকেই দান করতে পারে। আর গোপনে দান করা আরো ভালো। কারণ এভাবে দান করলে দানকারী লোক দেখানো কাজ তথা ‘রিয়া’ থেকে সহজেই বাঁচতে পারে এবং দান গ্রহীতারা যারা চায় না লোকজন এ দানের কথা জেনে তাদের হেয় মনে করুক, তা থেকে তারা রক্ষা পেতে পারে।

অন্যত্রে ইরশাদ করেন, الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ سِرًّا وَعَلَانِيَةً فَلَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

‘যারা দিন-রাত প্রকাশ্যে ও গোপনে তাদের ধন-সম্পদ দান করে, তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে পুরস্কার রয়েছে; তাই তাদের কোনো ভয় নেই এবং তারা কোনো দুঃখও পাবে না। সুরা বাকারা, আয়াত: ২৭৪৷

অতএব যাদের এসব মানবিক কাজে পুর্ন ইখলাছে আছে৷ ইখলাছে কোনো ত্রুটি হয় না, তাদের মানবিক যেকোনো ভাল কাজ করে ছবি তুলে সোস্যাল মিডিয়াতে প্রচার করলে কোনো অসুবিধা নেই৷ অবশ্য, সকল প্রকার মানবিক কাজ দান-সদকাহ অসহায়দের সাহায্য সহযোগিতা করা ইখলাছ থাকলে যদিও প্রকাশ্যে জায়েয৷ কিন্তু আজকাল সোস্যাল মিডিয়াতে যেভাবে প্রচার করা হয়ে থাকে, তাতে কতটুকু ইখলাছ থাকে তা-ই চিন্তার বিষয়৷ বরং লোক দেখানো, রিয়ার আশংকাই বেশি মনে হয়৷ এজন্য বেশি প্রচার করা উচিত নয়। বিশেষ করে যাদের ইখলাছে ত্রুটির শংকা আছে, তাদের জন্য প্রচার করা জায়েয নয় ৷ তাতে কোনো সাওয়াব হবে না৷

এ ব্যাপারে কোরআনে কারীমে আল্লাহ তায়ালা ইরশাদ করেন, يَا أَيُّهَاالَّذِينَ آمَنُوا لَا تُبْطِلُوا صَدَقَاتِكُمْ بِالْمَنِّ وَالْأَذَىٰ كَالَّذِي يُنْفِقُ مَالَهُ رِئَاءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ

হে বিশ্বাসীরা! তোমরা দানের কথা প্রচার করে এবং (দান গ্রহণকারীকে) কষ্ট দিয়ে তোমাদের দানকে বরবাদ করে দিয়ো না, ঠিক ওই লোকের মতো যে শুধু লোক দেখানোর উদ্দেশ্যেই দান করে৷ সুরা বাকারা, আয়াত: ২৬৪৷

হাদীস শরিফে রাসূলে কারীন সা. ইরশাদ করেন, ‘কিয়ামতের দিবসে সাত শ্রেণির লোক আল্লাহর আরশের নিচে ছায়া লাভ করবে।’ এর মধ্যে এক শ্রেণি হচ্ছে, ‘ওই ব্যক্তি যে এত গোপনে দান করে যে, তার ডান হাত কী দান করে বাম হাত তা জানতেই পারে না। সহিহ বুখারী, হাদীস, ১৩৫২৷

উত্তর প্রদানে, মুফতী মেরাজ তাহসীন, মুফতী জামিয়া দারুল উলুম দেবগ্রাম, ব্রাহ্মণবাড়ীয়া৷

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ