আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>
ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) করোনা ভাইরাস শনাক্তকরণের পলিমার্স চেইন রিঅ্যাকশান (পিসিআর) ল্যাব আজ মঙ্গলবার থেকে চালু হচ্ছে। কলেজের চতুর্থ তলায় মাইক্রোবায়োলজি বিভাগের দুটি কক্ষে এই ল্যাব স্থাপন করা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. চিত্ত রঞ্জন দেবনাথ।
তিনি বলেন, পরীক্ষামূলকভাবে এর কার্যক্রম চলছে, সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার থেকে পুরোদমে এর কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে ২৪০টি কিট ও প্রয়োজনীয় পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) আমরা হাতে পেয়েছি। পিসিআর ল্যাবের জন্য ইতোমধ্যেই ঢাকা থেকে বিশেষজ্ঞ টিমের সদস্যরা প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপন করেছেন। দুইজন চিকিৎসক ও দুইজন টেকনিশিয়ানও ট্রেনিং শেষ করেছেন।
তবে যে কেউ চাইলেই এখানে এসে করোনা পরীক্ষা করাতে পারবেন না বলে জানিয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. অরুপ ইসলাম।
তিনি বলেন, ময়মনসিংহ নগরীর এসকে হাসপাতালের আইসোলেশন ইউনিট থেকে নমুনা এনে আমাদের এখানে পৌঁছালে আমরা পরীক্ষা করব। আর নমুনা আনা-নেয়ার জন্য একটি অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছে। এই ল্যাবে একদিনে ৯০ থেকে ৯৬ টি পরীক্ষা করা যাবে।
-এএ