সুফিয়ান ফারাবী
বিশেষ প্রতিবেদক>
চারিদিকে মরছে মানুষ। একের পর এক লাশ পড়ছে কবরে। শঙ্কার ঊর্ধ্বে নয় কেউ। ধর্ম বা বর্ণ জিজ্ঞেস করেও আসছে না করোনাভাইরাস। সংকটে পুরো মানবজাতি।
এরমধ্যে বরাবরের মতো অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তুরস্কের ধর্ম মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ধর্মীয় অথরিটি দিয়ানাত ফাউন্ডেশন। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ও প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করছেন তুরস্কের ধর্মীয় এ সংস্থাটি। বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন খাবার। খবর নিচ্ছেন ‘কেউ অনাহারে আছে কিনা’।
[caption id="" align="aligncenter" width="870"] নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে খাবার। [/caption]
তুরস্কে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর ধর্ম মন্ত্রণালয় একটি হট লাইন চালু করেছে। এর মাধ্যমে সারাদেশের মানুষের নিবিড় সম্পর্ক স্থাপন ও সুখ দুঃখের ভাগিদার হতে চাচ্ছেন। ১৩৭৯ নম্বরটিতে কল করলেই তারা বাড়িতে পৌঁছে দিচ্ছেন কাঙ্ক্ষিত সেবা।
[caption id="" align="alignnone" width="960"] একজন বৃদ্ধ মায়ের খোঁজ নিচ্ছেন পুলিশ কর্মকর্তা ও দিয়ানাত কর্মকর্তা।[/caption]
ধর্ম মন্ত্রণালয়ের টুইটারে চোখ রাখলে নিয়মিত এ সকল আপডেট পাওয়া যাচ্ছে। এর মাধ্যমে মেসেজ দেওয়া হচ্ছে, ধর্ম, কর্মের বাইরে নয়।
[caption id="" align="aligncenter" width="960"] হট-লাইনে ফোন করে সেবা পাচ্ছেন একজন নারী।[/caption]
প্রাকৃতিক দুর্যোগের সময় যেমনি ভাবে অন্যান্য বাহিনী নিয়োজিত আছেন ঠিক তেমনি ভাবে নিজেদের সর্বোচ্চ বিলিয়ে দিতে চান তুরস্কের ধর্ম মন্ত্রণালয়।
-এটি