আওয়ার ইসলাম: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের যাতায়াত সুবিধার্থে বিশেষ বাস সার্ভিস চালু করেছে জেলা প্রশাসন।
শনিবার (২৮ মার্চ) থেকে প্রতিদিন সকাল সাড়ে সাতটা থেকে শুরু করে রাত সাড়ে আটটা পর্যন্ত এ সার্ভিস চালু থাকবে।
বাস সার্ভিসের বিষয়টি নিশ্চিত করে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃত রোগীদের তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসা সেবা কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করার লক্ষ্যে কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মীদের যাতায়াতের সুবিধার্থে এ বাস সার্ভিস চালু করা হয়েছে। জনস্বার্থে এমন আরও উদ্যোগ গ্রহণ করে বাস্তবায়ন করা হবে বলেও জানান এই জেলা প্রশাসক।
বরিশাল জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) এএফএম শামীম জানান, করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রথম সারির যোদ্ধা হচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ছোঁয়াচে এ রোগের প্রকোপ থেকে মানুষকে বাঁচিয়ে ফেরানোর দায়িত্ব যাদের, গণপরিবহন বন্ধ থাকায় তাদের ভোগান্তিতে পড়তে হয়েছে। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসন গাড়ির ব্যবস্থা করেছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন জানান, হাসপাতালের নতুন বর্ধিত ভবনে করোনা ইউনিট খোলা হয়েছে। সেখানে করোনা সন্দেহে ছয়জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের সেবায় চিকিৎসকদের নিয়ে সাতটি দল করা হয়েছে। প্রতিটি দলে সাতজন চিকিৎসক রয়েছেন। এছাড়া প্রতি দলের সঙ্গে চার সেবিকা ও একজন করে পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন। গণপরিবহন বন্ধ থাকায় চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের যাতায়াতে সমস্যা দেখা দেয়। বাস দু’টির কারণে এখন তাদের যাতায়াতের সমস্যা হবে না।
-এএ