আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ বছরের এক শিশু ও ওই স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অ্যাসিসটেন্টকে আইসোলেশনে রাখা হয়েছে। ইতোমধ্যে আইসোলেশনে থাকা দুইজনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে।
বর্তমানে তাদের শারীরিক অবস্থা কিছুটা উন্নত হয়েছে বলে জানিয়েছেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহা. সোলায়মান হোসেন মেহেদী।
গত সোমবার দুপুরে আট বছরের এক শিশুকে এবং মঙ্গলবার দুপুরে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অ্যাসিসটেন্টকে আইসোলেশনে রাখা হয়। এ সময় তার পরিবারকেও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।
ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী বলেন, মঙ্গলবার দুপুরে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হঠাৎ গলা ব্যথা, জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আইসোলেশনে ভর্তি করানো হয়। তার আগে সোমবার শিশুটিও একই রকম অসুস্থতা নিয়ে আইসোলেশনে ভর্তি হয়। এ নিয়ে বিরামপুর ১ শিশুসহ দুই জন আইসোলেশনে ভর্তি হলেন। এছাড়াও উপজেলায় সর্বমোট ২৬ জনকে হোম কোয়ারেন্টাইনে ভর্তি রয়েছেন।
তিনি বলেন, সোমবার দুপুরে পাশ্ববর্তী হাকিমপুর উপজেলা থেকে ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসে তার পরিবারের লোকজন। একজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার যে সব লক্ষণ রোগীর মধ্যে থাকা দরকার তার প্রায় সব কিছুই আছে আইসোলেশনে থাকা দুই রোগীর মধ্যে। সন্দেহ করা হলেও এখন ভালোর দিকে তারা।
এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস জানান, বিষয়টি তারা মনিটরিং করছেন। তবে করোনা আক্রান্ত এ ধরনের কোনো তথ্য নেই। এখন দুজনের অবস্থা উন্নতির দিকে।
-এএ