বেলায়েত হুসাইন: ফরিদপুরে করোনা ভাইরাসের কারণে সাপ্তাহিক হাট-বাজার, আবাসিক হোটেল, শপিংমল, বাণিজ্য কেন্দ্র, রেস্টুরেন্ট, পার্ক, মেলা, সামাজিক ও ধর্মীয় সব অনুষ্ঠান, ফাস্ট ফুড, স্ট্রিট ফুড, চায়ের দোকানে আড্ডাসহ জনসমাগম বন্ধ করা হয়েছে। এতে কাজে যেতে না পারায় খেটে খাওয়া মানুষ সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
এমন পরিস্থিতিতে ১৫ টি দিনমজুর পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে নবউন্মেষ পরিবার। ত্রাণ হিসেবে চাল, ডাল, লবণ, তেল, আলু ও পেয়াজসহ বেশ কিছু খাদ্য সামগ্রী দেয়া হয়।
শুক্রবার জুমার নামাজের পর জেলার পূর্ব খাবাসপুর এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা জনাব মুহা. রাজিব হোসেন রাজিব, সাহিদুল ইসলাম হৃদয়, সংগঠণের সভাপতি মুহাম্মাদ জামিল সিদ্দিকী, সাধারাণ সম্পাদক মাহিদুল ইসলাম স্বরণ, প্রচার সম্পাদক সাবির হোসেন দিপ্ত ও নির্বাহী সদস্য মীর অভি সহ নবউন্মেষ পরিবারের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, নবউন্মেষ পরিবার এর আগেও বিভিন্ন দুর্যোগ, বন্যা ও শীতের সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
-এএ