মুফতি মেরাজ তাহসীন।।
প্রশ্ন: করোনার ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত থাকতে সবসময় হাত ধৌত করার জন্য হ্যান্ড স্যানিটাইজার ব্যপকভাবে ব্যবহার করা হচ্ছে৷ আমরা জানি তাতে এলকোহল রয়েছে৷ তাই জানার বিষয় হল, এই এলকোহল মিশ্রিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা জায়েজ আছে কি? জানালে উরকৃত হব৷
উত্তর: করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত থাকতে এলকোহল মিশ্রিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা জায়েজ৷ কেননা তাতে যে অল্প পরিমান এলকোহল থাকে, তা নেশাসৃষ্টিকারি পরিমান নয়৷ তাছাড়া জরুরি প্রয়োজনে ওষুধ হিসেবেও ব্যবহারের সুযোগ রয়েছে৷ অতএব করোনা সংক্রমণ রোধে এলকোহলযুক্ত হ্যানস্যানিটাইজার ব্যবহার করতে কোনো সমস্যা নেই৷
দলিল- ফাতওয়ায়ে হিন্দিয়া-৫/৪১০, মাজমাউল আনহুর-৪/২৫১, ফাতওয়ায়ে মাহমুদিয়া-২৭/২১৮৷
উত্তর প্রদানে-মুফতি মেরাজ তাহসীন, জামিয়া দারুল উলুম দেবগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া৷
-এটি