ইকবাল আজীজ: কক্সবাজার জেলার আঞ্চলিক কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড "রাবিতাতুল মাদারিস আল-ইসলামিয়া কক্সবাজার" বাংলাদেশের অধীনে ঘোষিত ১৪৪১ হিজরী শিক্ষা বর্ষের জামাতে নাহুমের কেন্দ্রীয় পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আগামী ৬ এপ্রিল সোমবার থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সুরক্ষা পদ্ধতি অবলম্বন করার লক্ষ্যে অংশগ্রহণকারী ২৭টি মাদ্রাসার সম্মানিত মুহতামিমবৃন্দ যথাক্রমে- নয়াপাড়া জামিয়া ফারুক্বিয়ার মুহতামিম মাওলানা মাহবূবুর রহমান মজাহেরী, সাইয়্যিদিনা মু’আবিয়া বিন আবি সুফিয়ান রা. মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুল হক।
শাহপরীর দ্বীপ জামিয়া আহমদিয়া বাহরুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা জাফর আহমদ, মিঠাপানিরছড়া জামিয়া আশরাফিয়া কাসেমুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ আয়্যূব, মহেশখালিয়া পাড়া মুহাম্মদিয়া কাসেমুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ নূর হোসাইন, জামিয়া এমদাদিয়া লেঙ্গুর বিল মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ ইয়াকুব।
হোসাইনিয়া ফয়জুল উলূম বড় ডেইল মাদ্রাসা নায়েবে মুহতামিম মাওলানা নুরুল বশর, লেদা ইবনে আব্বাস রা. আল-ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা কারী শাকের আহমদ, শাহপরীর দ্বীপ মা’হাদ আবু বকর ছিদ্দীক রা. মাদ্রাসার মুহতামিম মাওলানা নজির আহমদ, মা’হাদ ইবনে মাসউদ রা. আল-ইসলামিয়া ডেইল পাড়ার মুহতামিম মাওলানা রিদুয়ান, শাহপরীর দ্বীপ দারুল ঈমান আল-ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা জামালুদ্দীন।
গোদার বিল আনাস বিন মালেক রা. মাদ্রাসার মুহতামিম মাওলানা শফিউল্লাহ সাহেব, শাহপরীর দ্বীপ দারুচ্ছক্বাফা আল-ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা রেজাউল করিম, উন্ছিপ্রাং দারুল ইরফান মুহিউস্সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা শামসুল আলম, মুনির ঘোনা ইসলামিয়া আযীযুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুল বারী, নতুন পল্লানপাড়া মানারুল ফুরকান মাদ্রাসার মুহাতামিম মাওলানা হাফেজ এনামুল্লাহ, ছেপটখালী কা’আব বিন মালেক রা. মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম।
থাইংখালী দারুত্ তাহযীব মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুস্ সত্তার সাহেব, ণীলা কা’আব বিন মালেক রা. মাদ্রাসার মুহতামিম মাওলানা তারেক, শাহপরীর দ্বীপ দারুশ শরীয়াহ মাদ্রাসার মুহতামিম মাওলানা বদরুল আলম, নয়াখালীপাড়া রহমানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ তাহের, লম্বাবিল এমদাদিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল আলম ও ইনানী মুঈনুল ইসলাম মাদ্রাসার মুহতামিম মাওলানা ইদ্রিস প্রমুখ -এর সর্বসম্মত সিদ্ধান্ত মতে ঘোষিত তারিখ আপাতত স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
তবে পরবর্তীতে এ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এ বিষয়ে যোগাযোগ করা হলে রাবিতার সম্মানিত চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা মুফতি কিফায়তুল্লাহ শফিক বলেন, পরবর্তী পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যথাসময়ে রাবিতার সকল সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।
তিনি সকল পরীক্ষার্থীদেরকে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের মাধ্যমে ব্যক্তিগতভাবে তাওবা-ইস্তিগফার, কুরআন তিলাওয়াত ও ইবাদত-বন্দেগীতে মশগুল থেকে মহান আল্লাহ তা’আলার নিকট এ ভয়াবহ মহামারীর ছোবল থেকে বিশ্ববাসীর হেফাজতের জন্য দুআ করার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে পরীক্ষার সার্বিক প্রস্তুতি গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।
-এ