নারায়ণগঞ্জ প্রতিনিধি: করোনা ভাইরাস রোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে শহরের বিভিন্ন ওয়ার্ডে জীবাণুনাশক ক্লোরিন মিশ্রিত পানি ছিটানো হচ্ছে।
গত ২৪ মার্চ থেকে শহরের বিভিন্ন ওয়ার্ডে এই জীবাণুনাশক ছিটাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কতৃপক্ষ।
মহামারি করোনা ভাইরাস থেকে বাঁচতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার কথা জানিয়েছে গবেষকরা। এই বিষয়টিকে সামনে রেখেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এই পদক্ষেপ গ্রহণ করে। বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরাও জীবাণুনাশক পানি ছিটানোয় সহযোগিতা করছেন।
এছাড়াও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শহরের বাসিন্দাদের নিরাপত্তার জন্য সকলকে নিজ নিজ ঘরে অবস্থান করতে বলা হয়েছে।
করোনা ভাইরাস আক্রান্তদের সঠিক চিকিৎসা ও পরামর্শ দিতে ‘কুইক টিম’ প্রস্তুত করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এর নেতৃত্বে এ টিমের সদস্য ৩৫ জন।
জেলার কোথাও করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়ার সাথেসাথে জেলা পুলিশ কন্ট্রোল রুমে কল করতে বলা হয়েছে। কল করুন এই নাম্বারে ০১৭৬৯৬৯৪৫৬৮।
-এএ