আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার জামিয়া শারইয়্যাহ মালিবাগের মুহাদ্দিস, বাগানবাড়ি জামে মসজিদের খতিব, শায়েখ মুফতী হাফীজুদ্দীন দেশবাসীর জন্য গুরুত্বপূর্ণ কিছু আমলের কথা বলেছেন।
তিনি বলেন, আল্লাহ তাআলা এই ভাইরাস থেকে আমাদেরকে, সকল আপনজন-প্রিয়জনকে এবং সমস্ত মুসলমানকে হেফাযত করুন। সারা জাহান থেকে এ বালা-মুসীবত দূর করে দিন। আমীন।
১. বেশি বেশি তাওবা-ইস্তেগফার করা। ২. لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ (লা ইলাহা ইল্লা আন্তা ছুবহানাকা ইন্নী কুনতু মিনাযযা-লিমীন) বেশি বেশি পড়তে থাকা। ৩. يَا حَيُّ يَا قَيُّومُ، بِرَحْمَتِكَ أسْتَغِيثُ (ইয়া হাইয়ু ইয়া ক্বাইয়ূম্ বি রাহমাতিকা আস্তাগীছ) বেশি বেশি পড়তে থাকা।
৪. চলতে ফিরতে মাঝে মাঝে يَا سَلَامُ يَا سَلَامُ (ইয়া সালামু ইয়া সালামু) পড়তে থাকা। ৫. حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ (হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকীল) বেশি বেশি পড়তে থাকা। ৬. لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ (লা হাওলা ওয়ালা কুও ওয়াতা ইল্লা বিল্লাহ) বেশি বেশি পড়তে থাকা। ৭. أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ বেশি বেশি পড়তে থাকা।
৮. اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَسَيِّئِ الْأَسْقَامِ (আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাচি ওয়াল-জুনূনি ওয়াল-জুযামি ওয়া ছায়্যিইল আছকামি) বেশি বেশি পড়তে থাকা। ৯. فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل (ফাছাহ্হিল ইয়া ইলাহি কুল্লা চা’-বিন্ বি হুরমাতি সায়্যিদিল্ আবরারি ছাহ্হিল) পাঁচ ওয়াক্ত নামাযের পর ৭ বার করে পড়া। ১০. দরূদ শরীফ বেশি বেশি পড়তে থাকা। বিশেষ করে নিম্নোক্ত দরূদে তুনাজ্জীনা’ প্রতিদিন সকাল সন্ধায় সাতবার করে পড়া। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وسلم صلاة تنجينا بها من جميع الأهوال والآفات. وتقضى لنا بها جميع الحاجات. وتطهرنا بها من جميع السيئات. وترفعنا بها عندك أعلى الدرجات. وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات فى الحياة وبعد الممات.
১১. আল্লাহ তাআলার নিকট বেশি বেশি দুআ করতে থাকা। দুআ হলো সবচেয়ে বড় তদবীর। ১২. বেশি বেশি আল্লাহ পাকের যিকির করতে থাকা। ১৩. নশরুত-তীব’ কিতাবটি প্রতিদিন অল্প অল্প করে সকলে পড়ার চেষ্টা করা। এটাও হতে পারে যে, একজন পড়বে, কয়েকজন মিলে শোনবে। চাই পরিমাণে অল্প হোক।
১৪. সবর করা ও আল্লাহ তাআলার দিকে রুজু হতে থাকা। ১৫. দান-সাদকা করতে থাকা। প্রতিদিনই কিছু কিছু দান করা। ১৬. গুনাহের কাজ, গুনাহের আড্ডা ও গুনাহের পরিবেশ থেকে সম্পূর্ণ দূরে থাকা। খুব লক্ষণীয় যে, এই সঙ্কটের সবচেয়ে বড় সমাধান হলো তাকওয়া ও তাওবা। তাকওয়া ও তাওবাকে মজবুতভাবে ধরা। তাই সকল পাপ থেকে বিশেষ করে কুদৃষ্টি, বেহায়াপনা, জিনা-ব্যভিচার, মদপান, গান বাজনা থেকে সম্পূর্ণরূপে বিরত হওয়া ও তাওবা করা। বস্তুত আল্লাহর ভয় অর্জন এবং তাঁর নাফরমানি থেকে বিরত থাকাই মূল সমাধান।
এ ছাড়া নিম্নোক্ত আমলগুলো করা যেতে পারে। ক. ৩ বার সূরা ফাতেহা, ৩ বার ফালাক, ৩ বার সূরা নাস পড়া। খ. ৩ বার সূলা ইখলাস পড়া।
গ. ৩১৩ বার حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ (হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকীল) পড়া।
-এটি