আওয়ার ইমলাম: মৌলভীবাজারে জ্বর ও সর্দি-কাশি নিয়ে এক প্রবাসী নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সাত চিকিৎসক ও নার্সকে কোয়ারেন্টাইনে নিয়েছে স্থানীয় প্রশাসন। সেই সঙ্গে আশপাশের কয়েকটি বাড়িও ঘিরে রেখেছে পুলিশ।
জানা গেছে, গত ১১ জানুয়ারি ওই নারী যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় গত রোববার দুপুরে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে স্বজনরা তাকে লাইফ-লাইন নামে শহরের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান। সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পর তাকে বাসায় নিয়ে গিয়ে জানাজা শেষে দাফন করা হয়।
মৌলভীবাজারের পুলিশ সুপার মুহা. ফারুক আহমদ জানান, ওই নারীর মৃত্যুর আসল কারণ সম্পর্কে শিগগিরই জানা যাবে। আপাতত আমরা ওই এলাকা ঘিরে রেখেছি এবং চলাচল নিয়ন্ত্রণ করছি।
অন্যদিকে, স্থানীয় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরী বলেন, ওই নারী যুক্তরাজ্য থেকে ২০-২৫ দিন আগে দেশে আসেন। রোববার রাতে তিনি বাসায় মারা যান। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাশি ও সর্দি-জ্বরে ভুগছিলেন তিনি।
মৌলভীবাজার জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রোকসানা ওয়াহিদ রাহি জানান, মৃত নারীর বাসায় গিয়ে আলামত সংগ্রহ করা হয়েছে। পরে এ বিষয়ে জানানো হবে।
-এএ