শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল দুর্গাপুরে আগুনে পুড়ল কৃষকের গরু-ছাগল-গোয়ালঘর অন্যায় ভাংচুর যেভাবে অপরাধ, তথ্যসন্ত্রাসও তেমন অপরাধ: বায়তুল মোকাররমের খতিব

মৌলভীবাজারে প্রবাসী নারীর মৃত্যু, কোয়ারেন্টাইনে ৭ চিকিৎসক-নার্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইমলাম: মৌলভীবাজারে জ্বর ও সর্দি-কাশি নিয়ে এক প্রবাসী নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সাত চিকিৎসক ও নার্সকে কোয়ারেন্টাইনে নিয়েছে স্থানীয় প্রশাসন। সেই সঙ্গে আশপাশের কয়েকটি বাড়িও ঘিরে রেখেছে পুলিশ।

জানা গেছে, গত ১১ জানুয়ারি ওই নারী যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় গত রোববার দুপুরে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে স্বজনরা তাকে লাইফ-লাইন নামে শহরের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান। সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পর তাকে বাসায় নিয়ে গিয়ে জানাজা শেষে দাফন করা হয়।

মৌলভীবাজারের পুলিশ সুপার মুহা. ফারুক আহমদ জানান, ওই নারীর মৃত্যুর আসল কারণ সম্পর্কে শিগগিরই জানা যাবে। আপাতত আমরা ওই এলাকা ঘিরে রেখেছি এবং চলাচল নিয়ন্ত্রণ করছি।

অন্যদিকে, স্থানীয় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরী বলেন, ওই নারী যুক্তরাজ্য থেকে ২০-২৫ দিন আগে দেশে আসেন। রোববার রাতে তিনি বাসায় মারা যান। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাশি ও সর্দি-জ্বরে ভুগছিলেন তিনি।

মৌলভীবাজার জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রোকসানা ওয়াহিদ রাহি জানান, মৃত নারীর বাসায় গিয়ে আলামত সংগ্রহ করা হয়েছে। পরে এ বিষয়ে জানানো হবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ