আওয়ার ইসলাম: যশোরের অভয়নগরে বেশি দামে নিত্যপণ্য বিক্রির অপরাধে ৯ জন ব্যবসায়ীকে ১৩ হাজার চারশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম রফিকুল ইসলাম এ জরিমানা করেন।
আদালত সূত্র জানায়, করোনা ভাইরাসের অজুহাত দেখিয়ে নিত্যপণ্য বেশি দামে বিক্রির অপরাধে রোববার দুপুরে উপজেলার চেঙ্গুটিয়া বাজারের পাল স্টোরকে এক হাজার, জননী স্টোরকে এক হাজার, দীপক ভ্যারাইটিজ স্টোরকে এক হাজার ও জয়া স্টোরকে এক হাজার এবং বিকেলে উপজেলার নওয়াপাড়া বাজারের চাল ব্যবসায়ী আবেদা এন্টারপ্রাইজে মূল্য তালিকা না থাকায় এক হাজার, একই অপরাধে করিম ট্রেডিংকে তিন হাজার, তাঁরা স্টোরকে পাঁচ হাজার, সবজি বিক্রেতা নজরুল ইসলাম ও কামাল হোসেনকে দুইশত টাকা করে মোট ১৩ হাজার চারশত টাকা জরিমানা করা হয়।
-এএ