আওয়ার ইসলাম: জয়পুরহাটে হোম কোয়ারেন্টিনে না থাকায় ব্রুনাই ফেরত দুই প্রবাসীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার রাতে সদর উপজেলার চণ্ডিপুর গ্রামে প্রকাশ্যে ঘোরাফেরা করায় ওই দুই প্রবাসীকে মোট সাত হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ও সহকারী কমিশনার মোনাববর হোসেন।
তিনি বলেন, পাঁচ দিন আগে সদর উপজেলার ভাদসা ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে ব্রুনাই থেকে ফেরেন সবুজ আলী ও সাহেব আলী। ওই দুই প্রবাসী দেশে ফিরলে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়। তবে তা অমান্য করে বিভিন্ন আত্মীয় স্বজনদের বাসায় ঘুরে বেড়ানো শুরু করেন তারা। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ কারণে সবুজ আলীকে পাঁচ হাজার এবং সাহেব আলীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া দুই প্রবাসীকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনাও দেয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। হোম কোয়ারেন্টাইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
-এএ