জসিম উদ্দিন রনি
ময়মনসিংহ থেকে>
ময়মনসিংহের ধোবাউড়ায় করোনা ভাইরাস নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ মার্চ) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হওয়া এ সভায় উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামানের সভাপতিত্ব করেন।
এ সভায় করোনা ভাইরাস নিয়ে জনসচেতনা বৃদ্ধির লক্ষে মাইকিংসহ ব্যাপক প্রচারনা, বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে রাখা নিশ্চিত করা, করোনার চিকিৎসা বিষয়ে জরুরি গণবিজ্ঞপ্তি নিয়ে আলোচনা হয়।
এসময রাফিকুজ্জামান বলেন, বিদেশ ফেরত কেউ যদি হোম কোয়ারেন্টাইনে থাকতে না চায়। তাহলে তাদের জন্য ধোবাউড়া সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে।
সভায় সহকারী কমিশনার (ভূমি) কাবেরী জালাল, ভাইস চেয়ারম্যান আবুল ফজল, ভাইস চেয়ারম্যান (মহিলা) সেলিমা খাতুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসান শাহিন, অফিসার ইনচার্জ আলী আহাম্মেদ মোল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহা. জাকির হোসেন, অধ্যাক্ষ হেলাল, ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, ফজলুল হক, শামছুল হক, জাকির ইসলাম টুটুন উপস্থিত ছিলেন।
-এএ/আরএম