আওয়ার ইসলাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।
শনিবার (২১ মার্চ) রাত পৌনে ১০টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি অংশে এ ঘটনা ঘটে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, লোহাগাড়া থেকে যাত্রীবোঝাই করে চকরিয়া যাচ্ছিল একটি লেগুনা (ম্যাজিক টেম্পোটি)। গাড়িতে ১৮ জন যাত্রী ছিলেন। যাত্রী বোঝাই লেগুনটি মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লবণ বোঝায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ যাত্রী মারা যান। পরে আরও ১ জনের মৃত্যু হয়।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মুহা. আলমগীর হোসেন জানান, চুনতি ফরেস্ট অফিস এলাকায় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৩ জন মারা গেছেন। আহতদের চুনতি ও লোহাগাড়া উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনাস্থলে নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। পরিচয় পাওয়া দু’জন হলেন- বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকার জসিম উদ্দিন ও বেলাল হোসেন নামের দুই ভাই। বাকি নিহত ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
-এএ