শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

করোনায় বাসা-বাড়ীতে যেভাবে দিন কাটাবেন: কওমি শিক্ষার্থীদের প্রতি পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তানভীর সিরাজ।।

করোনা নামক ভাইরাসে আজকের অভাবনীয় পরিস্থিতিতে বাংলাদেশের প্রাইভেট ও কওমি মাদরাসার তালিবুল ইলম এবং উলামা হযরতগণের সাথে বিশেষ কিছু আলোচনা ও পরামর্শ।

১. পারিবারিক পরিবেশে কুরআন শিক্ষা: পারিবারিকভাবে আমরা কুরআন কারিমের অনুশীলন করতে পারি। পিতা আলিম হলে সন্তানেরা ছাত্র হয়ে কুরআন মশ্ক করতে পারে, বা পারিবারিক হেফজখানায় পরিণত করতে পারেন পিতা৷

২. খাস তালিম: পিতা আলিম হলে সকল সন্তান তার কাছে কিতাবি দরস নিতে পারে। যেখানে নাহু-সরফ, বালাগাত-ফাসাহাত, উসুলে কুরআন ও উসুলে হাদিস-সহ প্রতিদিন প্রয়োজনীয় বিষয় নির্বাচন করে করে নির্ধারিত সময়ে খাস তালিম হতে পারে। অথবা যে ছেলে যে বিষয়ে দুর্বল তাকে নিয়ে সেই বিষয়ে মেহনত করতে পারেন মুহতারম পিতা।

৩. আম তালিম: পরিবারের সকল সদস্যদের নিয়ে তাবলিগ জামাতের কায়দায় কিতাবে তালিমের ব্যবস্থা করা যেতে পারে। যাতে পরিবারে করোনার মালিকের পক্ষ থেকে করুণা করা হয়।

৪. সকাল-সন্ধ্যার মাসনুন আমল: কুরআন মজিদ ও হাদিস শরিফে বর্ণিত সকাল-সন্ধ্যার মাসনুন আমল আর দুআসমূহ যথাসময়ে নিজে এবং পরিবারের সবাইকে আদায় করার প্রতি তাগিদ করতে পারেন।

৫. কজবে হালাল: মাদরাসার খেদমতের পাশাপাশি অন্যকোনো হালাল আয়ের উৎস থাকলে সেদিকে বিশেষ নজর দিতে পারেন, যাতে কজবে হালালের পথ প্রসারিত হয় এবং অভাব দূর হয়।

৬. ভিন্নচিন্তা: (আল্লাহ না করুন) যদি মাদরাসায় আসার আর সুযোগ নাও হয়, তাহলে খাছ ও আম তালিম করে করে প্রত্যেকের বাসা-বাড়ি এক একটি মসজিদ-মাদরাসায় রূপান্তরিত হয়।

৭. নামায: প্রতিদিন পাঁচওয়াক্ত নামায জামাতের সাথে নিজে আদায় করা এবং পরিবারের সদস্যদের পড়তে বলা। নামাযের পর আয়াতুল কুরসি ও অন্যান্য মাসনুন আমল করা, করতে বলা।

আমরা আল্লাহ পাকের কাছে বিশেষভাবে দুআ মুনাজাত করি, যাতে তিনি বিশ্বের সকল মুসলিম নারী-পুরুষ আর বালবাচ্চাকে করোনার এই ভয়ংকর হামলা থেকে হেফাজত করেন। রক্ষা করেন। এবং সেইসাথে ভিন্ন ধর্মাবলম্বিদের জন্য দুআ করা, যাতে তারা আল্লাহর কুদরত ও শক্তি অনুভব করে ঈমান আনে। আমিন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ