আওয়া ইসলাম: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। তবে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো ওষুধ বা টিকা আবিষ্কার করতে পারেননি তারা। অথচ দুই প্রতারক এ ভাইরাসের টিকা বিক্রি করছিল। পরে তাদেরক আটক করে পুলিশে সোপর্দ করেছে নারায়ণগঞ্জবাসী। তবে তার আগে তাদের গণধোলাই দিয়ে জুতার মালাও পরানো হয়।
জানা যায়, জেলার সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা হরি মন্দিরে প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা দেওয়া হবে বলে গতকাল শনিবার এলাকাজুড়ে মাইকিং করা হয়।
রোববার দুই প্রতারক নির্ধারিত স্থানে এসে গ্রামের সহজ-সরল মানুষদের করোনাভাইরাসের টিকার কথা বলে ভিটামিনের ইনজেকশন দিতে শুরু করে। এ জন্য তারা জনপ্রতি ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত নেয়।
এক পর্যায়ে এলাকাবাসী প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ওই দুই প্রতারককে আটক করে গণধোলাই দেয়। পাশাপাশি তাদের জুতার মালা পরিয়ে তালতলা ফাঁড়ি পুলিশের কাছে সোপর্দ করে।
ওই দুই প্রতারক হলেন- রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজারিবাগের মৃত আব্দুস সাত্তারের ছেলে আবজাল হোসেন ও পটুয়াখালীর গোমরাবাড়ির মৃত আব্দুল লতিফ খানের ছেলে বাবুল ইসলাম।
আটকের বিষয়টি নিশ্চিত করে তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আহসানউল্লাহ বলেন, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে দুইজনকে আটক করে থানায় রাখা হয়েছে। তাদের কাছ থেকে বেশকিছু ভিটামিন ইনজেকশন উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
-এটি