শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


করোনায় মৃত ব্যক্তিকে জানাজা ছাড়া দাফন করলে করণীয় কী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রশ্ন: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর সংক্রমণের ভয়ে গোসল, জানাজা ব্যতিত ই অনেক লাশ দাফন করা হচ্ছে৷ এমতাবস্থা করনীয় কী? কবরের উপর জানাজা পড়া যাবে কি? জানিয়ে উপকৃত করবেন৷

উত্তর: কোনো মুসলিম ব্যক্তি মৃত্যু বরণ করলে স্বসম্মানে গোসল কাফন-দাফন ও জানাজা পড়ে কবরস্থ করা ফরজে কেফায়া ৷ অতএব সংক্রমণের আশংকায় শরিয়তের একটি গুরুত্বপুর্ণ কাজ ছেড়ে দেওয়া কোনরকমেই উচিত নয়৷

জানাজা ব্যতিত লাশ দাফনের পরের মাসালা হল, স্থান-কাল বিবেচনা করে অভিজ্ঞ ব্যক্তিদের মতানুযায়ী কবরে লাশ ফুলে ফেটে নষ্ট না হওয়ার প্রবল ধারণা হলে, লাশ কবরে থাকাবস্থায় কবরের নিকট দাঁড়িয়ে জানাজার নামাজ পড়তে পারবে ৷ তবে ফুলে ফেটে নষ্ট হয়ে যাওয়ার আশংকা প্রবল হলে আর জানাজা পড়ার কোনো সুযোগ নেই ৷

وان دفن بغير صلاة صلي علي قبره استحسانا ما لم يغلب علي الظن تفسخه من غير تقدير هو الاصح
-আদদুররুল মুখতার আলা রদ্দিল মুহতার, ১/৮২৬؛ আল বাহরুর রায়েক, ২/১৮২; ফাতাওয়ায়ে রহীমীয়া, ৭/৫৪ ৷

উত্তর প্রদানে, মুফতী মেরাজ তাহসীন, জামিয়া দারুল উলুম দেবগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া ৷

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ