আওয়ার ইসলাম: ৭২ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত না করলে উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. জান্নাতুল ইসলাম।
শুক্রবার (২০ মার্চ) বিকেলে নির্বাচন স্থগিতের দাবি জানিয়ে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রিটার্নিং অফিসারের বরাবর একটি স্মারকলিপি দেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জান্নাতুল ইসলাম বলেন, 'যে কোনো মূল্যে ৭২ ঘণ্টার মধ্যে নির্বাচন স্থগিত করতে হবে। না হলে নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করব। নির্বাচন স্থগিত হলে ভোটারদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে।'
এ প্রসঙ্গে সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, নির্বাচন স্থগিতের দাবিতে বিএনপিসহ কয়েকটি দল তাদের চিঠি দিয়েছে। এ চিঠি সম্পর্কে কমিশনকে জানানো হবে।
প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে এরই মধ্যে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এরই মধ্যে চট্টগ্রামে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ১০২ জনকে। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন চট্টগ্রামবাসী। ছয় মেয়র প্রার্থীর পাঁচজনই চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন স্থগিত কিংবা পেছানোর পক্ষে অবস্থান নিয়েছেন। কিন্তু এখনও চসিক নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অনড় অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আরএম/