শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল দুর্গাপুরে আগুনে পুড়ল কৃষকের গরু-ছাগল-গোয়ালঘর অন্যায় ভাংচুর যেভাবে অপরাধ, তথ্যসন্ত্রাসও তেমন অপরাধ: বায়তুল মোকাররমের খতিব

করোনা সন্দেহে চিকিৎসা না করায় রোগীর মৃত্যুর অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস সন্দেহে চিকিৎসা না করায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে বাবুল চৌধুরী (৪০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাবুল চৌধুরীর বাড়ি বাগেরহাট জেলার মংলা উপজেলার জয়বাংলা ব্রিজ এলাকায়।

রোগীর স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বাবুল চৌধুরীকে খুমেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে বহির্বিভাগ থেকে চিকিৎসা করিয়ে আনতে বলেন। কিন্তু বহির্বিভাগ থেকেও তাকে কোনো চিকিৎসা দেয়া হয়নি। অনেকক্ষণ হাসপাতাল গ্রাউন্ডে থাকার পর আবার বহির্বিভাগ থেকে জরুরি বিভাগে নিয়ে আসার সময় ওই রোগী মারা যায়।

রোগীর বড় বোন জাহানারা বেগম বলেন, গত ৫ দিন ধরে জ্বরে আক্রান্ত তার ভাই। পরিস্থিতির উন্নতি না হওয়ায় আজ দুপুর ১টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তখন বাবলুকে করোনায় আক্রান্ত বলে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানান জরুরি বিভাগের চিকিৎসক।

ডাক্তারদের অবহেলায় তার ভাইয়ের মৃত্যু হয়েছে অভিযোগ করে তিনি বলেন, বহির্বিভাগে নিয়ে গেলে সেখানেও তাকে চিকিৎসা দেয়া হয়নি। পরে দীর্ঘক্ষণ হাসপাতালের ফ্লোরে পড়ে থাকেন বাবলু। সেখানেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ ব্যাপারে খুমেক হাসপাতালের পরিচালক ডা. এ টি এম মনজুর মোরশেদ বলেন, আমি সারাদিন করোনা মোকাবেলা নিয়ে বাইরে মিটিংয়ে ব্যস্ত ছিলাম। তবে শুনেছি ওই রোগী সর্দি, কাশি ও গলায় ব্যথা নিয়ে হাসপাতালে এসেছিল। হাসপাতালের আবাসিক চিকিৎসকের (আরএমও) পরামর্শে তাকে বহির্বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে। তবে তিনি কোন রোগে আক্রান্ত ছিলেন তা পরীক্ষা-নিরীক্ষা করার আগেই মারা গেছেন।

চিকিৎসকের গাফিলতির বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ