আওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোয় মেরাজ আল সাদী (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে তাকে খুলনার মুজগুন্নী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, সাদী মহানগরীর মুজগুন্নী আবাসিক এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল মান্নান (মৃত)। তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড, ১টি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৬’র মিডিয়া কর্মকর্তা এএসপি মাহাবুব আলম বলেন, করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানো অভিযোগে মেরাজ আল সাদী নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর কথা স্বীকার করেছে। তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশেও ছড়িয়ে পড়ছে করোনা। এখন পর্যন্ত ভাইরাসটি সংক্রমিত হয়ে মারা গেছেন বয়স্ক এক রোগী। চিকিৎসাধীন আছেন ১৮ জন। এখন পর্যন্ত আইসোলেশনে রয়েছেন ১৯ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৪৩ জন। সুস্থ হয়েছেন তিনজন।
-এএ