শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

রাঙামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধশত দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাঙামাটি শহরের কলেজ গেট এলাকার আউলিয়ানগরস্থ বাজারে আগুন লেগে অন্তত ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, সেনাবাহিনী,  পুলিশ ও স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোরের দিকে পানাহার হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মুহূর্তের মধ্যেই চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট, সেনাবাহিনী, পুলিশ, রেড ক্রিসেন্টসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা স্থানীয়দের সহায়তায় প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। কিন্তু এ সময়ের মধ্যেই পুরো বাজারটি পুড়ে ছাই হয়ে যায়। দোকানগুলোর অধিকাংশই ছিল চায়ের এবং মুদির দোকান। কয়েকটি দোকান গ্যাস সিলিন্ডার বিক্রি হতো। আর বাকি সব দোকানেই গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হতো। এতে আগুনের তীব্রতা বাড়তি ছিল।

আগুনে প্রায় ছয় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রতন কান্তি নাথ জানান, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। মূলত দোকানগুলোতে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পানির স্বল্পতার জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে প্রচুর বেগ পেতে হয়েছে। আগুনে আনুমানিক ৫০টির মতো দোকান পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

ঘটনাস্থল পরিদর্শন করে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা জানিয়েছেন, বেশিরভাগ দোকান কাঁচা হওয়ায় এবং মুদি দোকানগুলোতে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এর কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন ছিল। প্রশাসনের পক্ষ থেকে তালিকা করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ