আওয়ার ইসলাম: করোনা ভাইরাস মোকাবেলা ও সংক্রমণ আতঙ্কে টাঙ্গাইলের গোপালপুরে বিশ্বখ্যাত ২০১ গম্বুজ মসজিদে শুক্রবারের জুমার নামাজ স্থগিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার মসজিদটির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এ সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ও ইতোমধ্যে বাংলাদেশে এ রোগ শনাক্ত হওয়ার কারণে সরকারের প্রচেষ্টার অংশহিসেবে ২০১ গম্বুজ মসজিদে আগত হাজার হাজার দর্শনার্থীর স্বাস্থ্য সুরক্ষার জন্য এ মসজিদে সাময়িকভাবে জুমার নামাজ বন্ধ করা হয়েছে।
দর্শনার্থী ও মুসল্লিদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন রফিকুল ইসলাম। সেইসঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি।
এখন পর্যন্ত বাংলাদেশে ১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে তিনজন সুস্থ হয়েছেন আর মৃত্যু হয়েছে একজনের।
এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে আগেই সরকারের পক্ষ থেকে গণজমায়েত এড়িয়ে চলতে বলা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে সকল শিক্ষাপ্রতিষ্ঠান। এমনকি ওয়াজ-মাহফিল আয়োজনেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
-এএ