আওয়ার ইসলাম: ডেমরাস্থ আঞ্চলিক শিক্ষাবোর্ড ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যা ডেমরার ৫ ম কেন্দ্রীয় পরীক্ষাসহ বোর্ড অন্তর্ভুক্ত সকল মাদরাসা বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
আজ বৃহঃপতিবার সকাল ৯ টায় বোর্ডের সিনিয়র সহসভাপতি মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে বোর্ডের আওতাধীন সকল মোহতামিমদের উপস্থিতিতে ইত্তেফাকুল মাদদরিসিল কওমিয়্যার কার্যালয় কোনাপাড়ায় বেঠকে ৪ টি সিদ্ধান্ত গৃহীত হয় ১ দেশের সার্বিক পরিস্থিতির কারনে বৃহৎ জনসার্থে ইত্তেফাকের ৫ ম কেন্দ্রীয় পরীক্ষা আগামী ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত করা হয়।
২ বোর্ডের আওতাধীন সকল মাদরাসা আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ করার পরামর্শ দেওয়া হয়,যা নিজ নিজ মোহতামিম সাহেবগন কমিটি বা মাদরাসা সংশ্লিষ্ট সকলের সাথে পরামর্শ করে তরিৎ বাস্তবায়ন করবেন। ৩ আলহাইআতুল উলইয়া লিল জামিআতিল কওমিয়্যা ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশসহ সকল বোর্ডের মুরুব্বীদের প্রতি আসন্ন পরীক্ষা স্থগিত করে পুনবিবেচনা করার বিশেষ আহবান জানান।
৪ দেশের কল্যাণে করোনার ভয়াবহ আক্রমন থেকে বাঁচতে খতমে ইউনুস ও খতমে শেফার আমলের পাশাপাশি বেশী বেশী তওবা ইস্তেগফার করে আল্লাহর দিকে রুজু হওয়ার আহবান করা হয়।
-এটি