আওয়ার ইসলাম: বগুড়ার উত্তর চেলোপাড়ায় করোনা ভাইরাস সন্দেহে ইতালি ফেরত সেই যুবকসহ পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে এলাকাবাসী। মাসুদ (৩০) নামের ওই যুবক উত্তর চেলোপাড়ার হাসেম উদ্দিনের ছেলে।
আজ মঙ্গলবার সকালে এলাকার লোকজন তার বাড়ির সামনে ভিড় জমায় এবং এলাকা ছাড়তে বলে।
স্থানীয় কাউন্সিলর পরিমল কুমার জানান, ইতালি থেকে মাসুদ দেশে ফেরার পর তাকে রাজধানীর আশকোনার হজক্যাম্পে কোয়ারেনটাইনে রাখা হয়। পরে সেখান থেকে তিনি পালিয়ে আসেন। খবরটি পেয়ে আজ সকালে স্থানীয়রা তার বাড়ির সামনে ভিড় করে এবং এলাকা ছাড়তে বলে।
তিনি বলেন, বাইরে থেকে মাসুদ ও তার পরিবারের সাথে কথা বলেছি। তাদেরকে জানিয়েছি, আপনারা কেউ ১৪ দিন ঘর থেকে বের হবেন না এবং এলাকাবাসীকে এ বিষয়ে নীরব থাকতে বলেছি। ওই পরিবারের কিছু প্রয়োজন হলে ফোনে যোগাযোগ করতে বলা হয়েছে।
মাসুদের বাবা হাসেম আলী বলেন, আমার ছেলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। আমাদের অবরুদ্ধ করে নির্যাতন করা হচ্ছে। বিষয়টি সিভিল সার্জন অফিসে জানিয়েছি।
বগুড়ার সিভিল সার্জন ডা. গউসুল আযম বলেন, ‘উত্তর চেলোপাড়ায় আমাদের মেডিকেল টিম পাঠানো হয়েছে। পরবর্তীতে এবিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’
-এএ