মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>
রাজধানীর জামিয়া রাহমানিয়া আরবিয়া মুহাম্মাদপুরের শায়খুল হাদীস মাওলানা মুফতি মামুনুল হক বলেছেন, মুমলমানরা স্বতন্ত্র পরিচয়ে আবার গর্জে উঠলে আফগানের তালিবানের মতো পুরো বিশ্ব আবারো মুসলমানের কতৃত্বে পরিচালিত হবে।
গতকাল সোমবার (১৬মার্চ) চট্টগ্রামের পটিয়া ভেল্লাপাড়া ইসলামী যুব কাফেলার ব্যবস্থাপনায় আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তার প্রদত্ত বক্তৃতায় তিনি উপরিউক্ত মন্তব্য করেন।
তিনি আরো বলেন, দিল্লীর কুতুবমিনার থেকে হোয়াইট হাউসে কালিমাসম্মিলিত পতাকা উড্ডীন করা সময়ের ব্যাপার মাত্র। অচিরেই ইসলামের বিজয় সন্নিকট দেখা যাচ্ছে, মুসলমানরা বদরের যুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আলিম ওলামার তত্ত্বাবধানে পুরো বিশ্বে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে প্রস্তুত রয়েছেন।
হক আর বাতিলের পরিচয় বাখ্যা করে মামুনুল হক আরো বলেছেন, পুরো বিশ্ব মহামারির মতো করোনা ভাইরাসে আক্রান্ত। আমাদের বুঝা উচিৎ আমাদের ঈমান, আক্বিদা ও তাহজীব তামাদ্দুন দূর্বল হওয়ায় করোনা ভাইরাসের মতো মহামারির পর আল্লাহ প্রদত্ত করুণা থেকে আমরা বঞ্চিত। নববী আদর্শের পূর্ণ অনুসরণ অনুকরণ করে তাওবা এস্তেগফারের মধ্যদিয়ে আল্লাহ তা'য়ালার রেজামন্দী হাসিল করতে হবে।
জিরি মাদরাসার সহকারি পরিচালক মাওলানা খোবাইব বিন তৈয়্যবের সভাপতিত্ব ও মাওলানা জিয়া উদ্দীন আল আজাদের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যদের মাঝে বক্তৃতা করছেন মাওলানা ক্বারী রফিকুল ইসলাম (নেত্রকোনা), জামিয়া পটিয়ার কেরাত বিভাগের শিক্ষক মাওলানা ক্বারী নবী হাসান, জামিয়া জিরির শিক্ষক মাওলানা মুফতী শোয়াইব বিন তৈয়্যব, মাওলানা নবী হোসাইন ও মাওলানা আব্দুল বারী প্রমুখ।
-এটি