আওয়ার ইসলাম: প্রশ্ন: যদি স্ত্রীর সাথে ঝগড়া হয়ে মনে মনে চিন্তা করে তালাক দিয়ে দেব। কিন্তু তালাক দেয়ার কোন নিয়তই তার নেই শুধু রাগের কারনে মনে এমন চিন্তা আসে। তখন কি তালাক পতিত হয়? দয়া করে উত্তর দিবেন।
উত্তর: বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ যদি মনে মনে তালাক দেয়। অথবা অন্তরে তালাক দেওয়ার কথা চিন্তা করে। তাহলে তালাক পতিত হবে না। হ্যাঁ যখন খেয়াল আসার সাথে সাথে মুখেও বলে দেয় তখন তালাক পতিত হয়ে যাবে।
উল্লেখিত সুরতে তালাকের চিন্তা এবং ইচ্ছা হওয়ার দ্বারা কোন তালাক পতিত হবে না। তবে মুখে বলে ফেললে সেটা পতিতি হয়ে যাবে।
সূত্র: দারুল ইফতা, দারুল উলূম দেওবন্দ, অনুবাদ, শফিকুল ইসলাম বাপ্পি
-এটি