শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

রাঙামাটিতে বন বিভাগের কার্যালয়ে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাঙামাটি শহরে বন বিভাগের প্রধান কার্যালয়ে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, রেড ক্রিসেন্ট ও ফায়ার সার্ভিস।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে বনরূপা এলাকায় বন বিভাগের কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের সময় ওই ভবনের ভেতরে কেউ আটকা না পড়লেও এটি বন বিভাগের প্রধান কার্যালয় হওয়ায় ভেতরে অনেক গুরুত্বপূর্ণ নথি রয়েছে বলে জানা গেছে। আগুন অনেক বেশি থাকায় তাৎক্ষণিক কেউ কিছু সঙ্গে নিয়ে বের হতে পারেননি।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহা. আব্দুল ছালেক প্রধান বলেন, সকাল থেকে বনরূপা এলাকায় বিদ্যুৎ না থাকায় জেনারেটর চালু করে অফিসের জরুরি কাজকর্ম সম্পাদনা করতে গিয়ে জেনারেটরের শর্ট সার্কিট হতে আগুন ধরে মুহূর্তের মধ্যে চারদিক ছড়িয়ে পড়ে। এতে বন বিভাগের ৪টি অফিস পুড়ে যায়।

‘বিভাগগুলো হচ্ছে- উত্তর, দক্ষিণ, ইউএসএফ ও ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আসবাবপত্র ও অফিসের সকল কাগজপত্র পুড়ে যায়। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে তাই কিছুই বের করা সম্ভব হয়নি। কোনো মতে অফিসের লোকজন দেহ নিয়ে বের হতে পেরেছে। ৪টি অফিসের কোনো কাগজপত্র বা আসবাবপত্র বের করা সম্ভব হয়নি।’

জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, ফায়ার সার্ভিসের একটি তদন্ত কমিটি গঠন করতে বলেছি, সে কমিটি তদন্ত করে বের করবে। তবে কত সদস্যের কমিটি বা কত কার্য দিবসের তদন্ত প্রতিবেদন জমা দেবে, সে বিষয়ে তাৎক্ষণিক কিছু বলতে পারেননি তিনি।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদয়ন চাকমা বলেন, দুর্ঘটনার বেশ কিছুক্ষণ পর খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছান। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন কীভাবে লেগেছে তা স্পষ্ট করে বলতে পারছেন না তিনি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ