কাউছার আজীজি
খাগড়াছড়ি (মানিকছড়ি) থেকে>
পাহাড়ের অসহায় অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে ২০১৭ সালের প্রথম দিকে প্রতিষ্ঠিত মানিকছড়ি ব্লাড ডোনার এসোসিয়েশনের ৩য় বর্ষপূর্তি গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়।
সেবামূলক এই সংগঠনটির বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, মানিকছড়ি উপজেলার যুবলীগের সভাপতি ও সমাজকর্মী সামাউন ফরাজি সামু। প্রধান আলোচক হিসেবে ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুহা. জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কিছু মানুষ নিজদের স্বার্থ হাসিল করতে না পেরে তারা উপজেলার গন্যমান্য ব্যক্তিদের কান ভারি করে বিভিন্ন ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে মানবতার পাশে দাঁড়াবে মানিকছড়ি ব্লাড ডোনার এসোসিয়েশন। এই সংগঠনটি প্রথম থেকেই ভাল কাজ করে আসছেন যা প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতে যে কোন পরিস্থিতিতে সংগঠনের পাশে দাঁড়ানোর আশা ব্যক্ত করেন অতিথিরা।
কেক কাটা, খেলাধুলা ও পুরষ্কার বিতরণের মাধ্যমে শেষ হয় মানিকছড়ি ব্লাড ডোনার এসোসিয়েশনের ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠান।
উল্লেখ্য, মানিকছড়ির কৃতী সন্তান সিটিজি ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক মুহা. খালেদ হাসান ও ১০-১২ জন মানবতা প্রেমিকের হাত ধরে মানিকছড়ি ব্লাড ডোনার এসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। মানুষকে সচেতন করাই সংগঠনের মূল লক্ষ্য।
ইতোমধ্যে সংগঠনটি মানিকছড়ির বিভিন্ন জায়গায় রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতন করতে বিনামূল্যে ক্যাম্পেইন করেছে। রক্তদানের পাশাপাশি সংগঠনটি অসহায় শিক্ষার্থীদের খাতা, কলম, ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়েছে।
এছাড়াও গরীব অসহায়দের ঈদ বস্ত্র এবং শীতবস্ত্র, প্রতিবন্ধীদের হুইল চেয়ার, স্টিকসহ সমউপযোগী বিভিন্ন সহায়তা করেছে।
-এএ