রফিকুল ইসলাম জসিম: শিক্ষক ও সংগঠক সাজ্জাদুল হক স্বপনের লেখা বই ‘মনিপুরি মুসলিম’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মিডিয়া ব্যক্তিত্ব রোবায়েত ফেরদৌস।
শুক্রবার বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি কালচারাল কমপ্লেক্স মিলনায়তনে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।
মি. ফেরদৌস বলেন, ‘কোনো জাতির নিজস্ব ভাষা ও সংস্কৃতি টিকিয়ে রাখার জন্য তাদের ইতিহাস ও ঐতিহ্যকে বইয়ের মাধ্যমে প্রকাশ করতে হবে। তেমন মণিপুরি মুসলিমদেরও বই লিখে তাদের সংস্কৃতিকে মানুষের সামনে তুলে ধরা প্রয়োজন। সাজ্জাদুল হক স্বপনের লেখা বই মণিপুরি মুসলিমদের আরো অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আমি মনে করি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার স্থানীয় সরকার উপ-পরিচালক উপসচিব নুরুল ইসলাম। তিনি বলেন, ‘এমন একটি বই আমাদের মণিপুরি মুসলিমদের সম্পর্কে জানতে আরো বেশি উৎসাহিত করবে। এটি মণিপুরি মুসলিমদের ইতিহাস এবং সংস্কৃতি জানতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, লেখক ও গবেষক আহমদ সিরাজ, মণিপুরি মুসলমানদের ইতিবৃত্ত বইয়ের লেখক ও গবেষক হাজী আব্দুস সামাদ, কমলগঞ্জ প্রতিনিধি, প্রথম আলোর মজিবুর রহমান রজ্জু, বাংলাদেশ মণিপুরি আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিত সিংহ এবং মিডিয়া ব্যক্তিত্ব মাসুদ আলম বক্তব্য দেন।
হুমায়ুন রেজা সোহেলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ‘মণিপুরি মুসলিম’ গ্রন্থের লেখক সাজ্জাদুল হক স্বপন।
উল্লেখ্য, বইটিতে সিলেটে মণিপুরি মুসলিমদের ৪০০ বছরের ইতিহাস নিয়ে বিস্তৃর আলোচনা করা হয়েছে। এতে সিলেট তথা বাংলার পাঠান শক্তির উত্থান ও পতনের ইতিহাসের সাথে মণিপুরি মুসলমান জাতির উৎপত্তির ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং তাদের সামাজিক কাঠামো ও আচার অনুষ্ঠানের বাস্তব চিত্র ফুটে ওঠেছে।
-এটি