রফিকুল ইসলাম জসিম: মণিপুরি মুসলিম উলামা ঐক্য পরিষদের মতবিনিময় সভায় আলিমদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও ঐক্য প্রতিষ্ঠার প্রতি গুরুত্বারোপ আলোচনা করেন।
অধিকাংশ আলেমদের মধ্যে অনৈক্য থাকায় প্রতিনিয়ত সমাজে বিভেদ সৃষ্টি হচ্ছে। এই দূরত্ব কমিয়ে আনতে স্ব স্ব অবস্থান থেকে আমাদের সকলকে সমাজে অবদান রাখতে হবে। ব্যাক্তি, গোষ্ঠী, দল ও প্রতিষ্ঠানের নিজস্ব দৃষ্টিভঙ্গিও ভিন্নতা থাকলেও আদর্শ সমাজ গঠনের আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গত বৃহস্পতিবার বাংলাদেশ মণিপুরি মুসলিম উলামা ঐক্য পরিষদের আহবানে মৌলভীবাজারে কমলগঞ্জে তেতই গাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মসজিদে বাদ মাগরিবের পর মতবিনিময় সভায় একথা বলেন বক্তারা।
মতবিনিময় সভায় দক্ষিণ তিলকপুর জামে মসজিদ খতিব মো শাহেজ্জামানের সভাপতিত্বে মণিপুরি মুসলিম উলামা ঐক্য পরিষদের আহ্বায়ক
জালাল পুর জামে মসজিদ খতিব জুবায়ের আহমদ এর পরিচালনায়, সৌদি প্রবাসী মাওলানা কামরুল ইসলাম, কানায়ঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দিন, আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা গোলাম রাব্বানী, গুলের হাওর মুয়াজ ইবলে জাবাল মাদ্রাসার শিক্ষক মুফতি হারুনর রশীদ, মৌলভীবাজার পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক রসিদ উদ্দিন, পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোহাম্মদ হাসান ,মণিপুরি মুসলিম ইসলামী পাঠাগারের সাধারণ সম্পাদক মাওলানা তয়েব আলী প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, সাংবাদিক রফিকুল ইসলাম জসিম। তরুণ আলেম উদ্দেশ্যে তিনি বলেন, তরুণ আলেম ভাইদের বলবো; আপনারা লেখালেখি চর্চা করুন। মানুষের সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরুন। সাহিত্য চর্চায় মন দিন। তবে মনে রাখবেন, সুস্থ সমাজ গঠনে আলেম সমাজে বর্তমানে খুবই প্রয়োজন।
বাংলাদেশের বসবাসরত সর্বস্তরের মণিপুরি মুসলিম উলামা সমাজ ঐক্যবদ্ধ হয়েছেন। তারা কয়েক দফায় বৈঠক করে কিভাবে আদর্শ সমাজ গঠন ও সামাজিক সম্পৃক্ততা থাকার লক্ষ্যে উলামা সমাজ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন।
পরে দীর্ঘ আলোচনার পর আগামীতে সকল কর্মসূচি বাস্তবায়নের লক্ষে মনিপুরি মুসলিমদের উলামায়ে ঐক্য পরিষদের পরবর্তী সভা ২৩ মার্চ সকাল ১০ ঘটিকায়, তেতই গাঁও রসিদ উচ্চ বিদ্যালয়ে মসজিদে বৈঠক করে মণিপুরি মুসলিম উলামা ঐক্য পরিষদের কমিটি গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়৷ মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আদমপুর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা নূর মোহাম্মদ, ইসলামি কর্নার মালিক মাওলানা নুরুল হুদা ও বজলুর হক৷ মাওলানা জামাল উদ্দিন, লিয়াকত আলী, আব্দুর রহমান, নুরুল হক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন৷
-এটি