শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

শরীয়তপুরে কোয়ারেন্টাইনে ১৪৯ প্রবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শরীয়তপুরে ১৪৯ প্রবাসীকে স্বেচ্ছা কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের প্রত্যেককে ১৪ দিন বাড়িতে একা একা বসবাস করার নির্দেশনা দেয়া হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা জানার জন্য শরীয়তপুর স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ ব্যবস্থা নেয়া হয়। এ ছাড়া প্রত্যেকটি হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে আইসোলেশন রুম প্রস্তুতসহ র‌্যাপিড রেসপন্স টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শরীয়তপুরের সিভিল সার্জন ডা. এসএম আবদুল্লাহ আল মুরাদ।

এসব প্রবাসীর মধ্যে মরিচা, কাতার, কুয়েত, জর্দান, ওমান, মালদ্বীপ, দ. আফ্রিকা, বাহরাইন, ফ্রান্স, ইতালি, সৌদি আরব, ব্রনাই, মালয়েশিয়া, দুবাই, গ্রিস, ও সিঙ্গাপুরফেরত যাত্রী রয়েছে।

আজ বৃহস্পতিবার শরীয়তপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আবদুর রশিদ জানান, করোনাভাইরাস রোগী শনাক্তকরণের লক্ষ্যে বিদেশ থেকে আগত প্রবাসী নাগরিকদের ১৪৯ জনকে (হোম কোয়ারেন্টাইন) নিজ বাড়িতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর মধ্যে শরীয়তপুর সদর উপজেলার ২৪ জন, নড়িয়ার ৪৮, জাজিরার ১৯, ভেদরগঞ্জ উপজেলার ১৭, ডামুড্যার ৩৪, গোসাইরহাটের ৭ জন।

জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে তাদের নিজ নিজ বাড়িতে (হোম কোয়ারেন্টাইন) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ইতিমধ্যে জেলার ৬ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালসহ বিভিন্ন কক্ষে পাঁচটি আসন, শরীয়তপুর সদর হাসপাতালে পাঁচটি আসনসহ প্রত্যেকটি বেসরকারি হাসপাতালে একটি করে কক্ষ প্রস্তুত রাখা হয়েছে।

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. এসএম আবদুল্লাহ আল মুরাদ বলেন, আমরা বিদেশফেরত ১৪৯ প্রবাসীর প্রত্যেককে ১৪ দিন নিবিড় পর্যবেক্ষণে রাখছি। প্রত্যেকটি সরকারি-বেসরকারি হাসপাতালে আইসোলেশন রুম প্রস্তুত রাখা হয়েছে।

র‌্যাপিড রেসপন্স দল গঠন করা হয়েছে। প্রত্যেক ওয়ার্ডে স্বাস্থ্যকর্মীকে সর্বদা খোঁজখবর রাখার নির্দেশনা দেয়া আছে। এখনও করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ