আওয়ার ইসলাম: রাজশাহীর দামকুড়ায় মহাসড়কের উপর পুলিশের চেকপোস্টে থামতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে চারটি যানবাহন।
আজ মঙ্গলবার (১০ই মার্চ) সকালে, গোদাগাড়ী উপজেলার সীমান্তবর্তী চাপালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাণহানি না হলেও কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহত গোদাগাড়ী উপজেলার খারিজাগাথি গ্রামের ট্রলি চালক কুরবান আলী (৩০) ও পাকড়ী এলাকার মোটরসাইকেল চালক তোফাজ্জল হোসেনকে (৩৫) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দামকুড়া থানা পুলিশ চাপাল এলাকায় মহাসড়কে যানবাহন থামিয়ে কাগজপত্র দেখার নামে চেকপোস্ট বসায়। এসময় রাজশাহীগামী ইটবোঝাই একটি ট্রলি চালককে থামতে সিগন্যাল দেয় পুলিশ।
হঠাৎ থামাতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাসের সঙ্গে ট্রলি ধাক্কা খায়। তখন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে গাছে মেরে দেয়। বাসের ধাক্কা খেয়ে মোটরসাইকেল রাস্তার উপর ছিটকে পড়ে। এসময় একটি প্রাইভেটকার এসে ট্রলির সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় চারটি যানবাহন দুমড়ে মুচড়ে যায়।
দামকুড়া থানার ওসি মাযহারুল ইসলাম জানান, পুলিশের সিগন্যাল বা চেকপোস্টের কারণে ওই দুর্ঘটনা ঘটেনি। এই দুর্ঘটনার কবলে পুলিশের পিকআপও পড়তে গিয়ে একটুর জন্য রক্ষা পেয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহনগুলো দুর্ঘটনার কবলে পড়ে।
-এটি