শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জে ভণ্ডপীরের কোরআন অবমাননার প্রতিবাদে হাঁফানিয়া গ্রামে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জ জেলা কুলিয়ারচর থানাধীন ছয়সূতী ইউনিয়ন এর হাঁফানিয়া গ্রামে অবস্থিত ভণ্ডপীর শফিক শাহ্ এর আস্তানায় পবিত্র কোরআন শরীফের অবমাননার ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিক ভাবে প্রতিবাদ ও বিক্ষোভ করেন এলাকাবাসী।

গতকাল (৯ মার্চ ২০২০) রাত আনুমানিক ১টার সময় ভণ্ডপীর শফিক শাহ্ এর আস্তানায় গানের আসরে তার ভক্ত মোঃ সবুজ মিয়া নামে এক জাহেল গানের স্টেজ থেকে পবিত্র কোরআন শরীফকে বার বার ছুঁড়ে ফেলে দেয় এবং এক পর্যায়ে সে পবিত্র কোরআন শরীফে লাথি মারে।

উপস্থিত শত শত মানুষের সামনে পবিত্র কোরআন অবমাননা দেখার পর উপস্থিত জনতা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ ও প্রতিবাদ জানায়। এক পর্যায়ে ঘটনা সংঘর্ষে রূপ নেয়।

এদিকে স্থানীয় প্রশাসনের নজরে আসলে তাৎক্ষণিক ভাবে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত বিক্ষোভকারী জনতাকে অপরাধীকে দ্রুত সময়ের মধ্যে আটক সহ দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের আশ্বাস দিয়ে সকলকে যার যার বাড়ীতে চলে যাওয়ার আহবান জানান।

এদিকে উক্ত এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা ভোর থেকে ফের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ জানাতে থাকে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ভন্ড পীর শফিক শাহ্ এর আস্তানা ও ঘর-বাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগ করে প্রতিবাদ জানান।

সর্বশেষ পাওয়া তথ্য - উক্ত এলাকার বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষের উপস্থিতি ও বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা মূল অপরাধীদের আটক ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী জানাচ্ছেন। ছয়সূতী ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার বোরহান উদ্দিন জানান- বিক্ষুব্ধ ধর্মপ্রাণ মুসলমানেরা ভন্ড পীর শফিক শাহ্ এর আস্তানা ও বাড়ি-ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এতে বেশ ক্ষতি হলেও এখনো মূল অপরাধী বা কাউকে আটক করা হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার ওসি আব্দুল হাই তালুকদার জানান- আমরা পবিত্র কোরআন অবমাননার ঘটনা শুনে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ এবং বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করছি। এলাকার পরিবেশ এখন মোটামুটি শান্ত আছে।

উক্ত ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন- আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। মূল হোতা পালাতক রয়েছে। আমরা অপরাধীকে আটকের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ