শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

ময়মনসিংহ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ এর প্রথম মজলিসে উমুমী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)।।
ময়মনসিংহ প্রতিনিধি>

ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ(বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড)এর চলতি বছরের প্রথম পরীক্ষাগ্রহণ এবং আগামী বছরের সিলেবাস চূড়ান্তকরণ সহ বৃহত্তর ময়মনসিংহের কওমি মাদ্রাসা সমূহের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মজলিসে উমুমী অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত, ময়মনসিংহের প্রাচীনতম দ্বীনিশিক্ষা বিদ্যাপীঠ জামিয়া আরাবিয়া মাখযানুল উলুমের মিলনায়তনে এ উমুমী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী শারীরিক অসুস্থ থাকার দরুন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বোর্ডের কো-চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ সা'দী, মুফতি শরিফুল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, বোর্ডের মহাসচিব মাওলানা আবুল কালাম আজাদ। আরো বক্তব্য রাখেন, যুগ্ন মহাসচিব মুফতি মুহিব্বুল্লাহ, মাওলানা মোহাম্মদ, মাওলানা জাকারিয়া।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বালিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আইনুদ্দিন, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা মুস্তাফিজুর রহমান এবং বোর্ডের নির্বাহী কর্মকর্তা মুফতি আমীর ইবনে আহমাদ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে, বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন কওমি মাদ্রাসাসমূহের মুহতামিম এবং তালিমাতগণ বোর্ডের শিক্ষার সার্বিক মানোন্নয়নের বিষয়ে তাদের মতামত এবং গুরুত্বপূর্ণ পরামর্শ প্রধানকরেন।

মজলিসে উমুমী অনুষ্ঠানে, ময়মনসিংহের কওমি মাদ্রাসাসমূহের শিক্ষা এবং তালিম-তরবিয়তের সামগ্রিক মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন মাদ্রাসার মুহতামিম এবং তালিমাতগণের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তও গৃহীতহয়, এবং অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দগণ মনে করেন এ ধরনের মজলিস যদি প্রতিবছর অনুষ্ঠিত হয় তাহলে ইনশাআল্লাহ শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে ময়মনসিংহ অন্যান্য বিভাগসমূহ থেকে এগিয়ে যাবে।

উল্লেখ্য, বৃহত্তর ময়মনসিংহের শিক্ষার মান আরো সু-দৃঢ় করতে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর অধীনে গত ১৪৪০হিজরী মোতাবেক ২০১৯ খ্রিষ্টাব্দের ২৫শে মে মাসে,৬ জেলা সমন্বয়ে গঠন করে একটি কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড,যার নাম রাখা হয় ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ্ বাংলাদেশ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ