শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

৭৫ বছর বয়সে নিজ হাতে কুরআন লিখে বিস্ময় সৃষ্টি করলেন মিসরীয় বৃদ্ধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: মানুষ তার ব্যক্তিজীবনের একটি পর্যায়ে গিয়ে অনুভব করেন পৃথিবীর আলো বাতাসের সঙ্গে তার আর সখ্যতা করার মতো বেশি সময় হাতে নেই। জীবন সায়াহ্নে তিনি ভাবেন, শেষ দিনগুলিতে ভাল কিছু স্মরণীয় কাজ করে যেতে পারলে একটু হলেও তৃপ্তি হতো এবং সেই কাজ ও কীর্তিকে আখেরাতের অনন্ত জীবনে মহান প্রভুর নিকট মুক্তি ও নাজাতের মাধ্যম হিসেবে উপস্থাপন করা যেতো।

মিসরের ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা নারীর স্বপ্ন এমনই; সুয়াদ আব্দুল কাদের নামের ওই নারী নিজ হাতে পবিত্র কুরআন লিখে বিস্ময় সৃষ্টি করেছেন। কারো সাহায্য ছাড়াই চার বছরের কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি এই অমর কীর্তি গড়তে সক্ষম হন।

[caption id="attachment_175956" align="aligncenter" width="300"] বই কিনতে ক্লিক করুন[/caption]

মিসরের আলেকজান্দ্রিয়া শহরে বসবাসকারী বৃদ্ধা সুয়াদ আব্দুল কাদেরের নাতি মুহাম্মাদ ওসামা জানান, তার দাদি কুরআন লিখতে অন্তত চার বছর সময় নিয়েছেন। যখন তার বয়স ৭১ বছর, তখন তিনি নিজ হাতে কুরআন লিখতে শুরু করেন। দৈনন্দিন কাজের পাশাপাশি কুরআন লেখায় ছয় থেকে আট ঘন্টা নিরলস ভাবে পরিশ্রম করতেন।

السيدة المسنة

ওসামা আরেকটি আশ্চর্যজনক বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেন, 'আমার দাদি প্রাতিষ্ঠানিকভাবে কোন লেখাপড়া জানতেন না। তার হাতে পবিত্র কুরআন লিপিবদ্ধ হওয়ার ব্যাপারটি সত্যিই অনেক বিস্ময়ের ছিল। এটা আল্লাহর বিশেষ মু'জিঝা বলা যায়'।

জীবনের পড়ন্ত বয়সে আখেরাতে ভাল কিছু পাওয়ার আশায় সুয়াদ আব্দুল কাদেরের এই কর্মোদ্যম বিশেষত তরুণদের মাঝে ব্যপক প্রভাব সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মিসরীয় এই বৃদ্ধাকে শ্রেষ্ঠ 'অনুপ্রেরণাদায়ী' নারীর মর্যাদা দেয়ার আহ্বান জানিয়েছেন। সূত্র: আল ইয়াওমুস সাবি'ই

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ