আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>
ভারতের দিল্লিতে মসজিদে অগ্নিসংযোগ, মুসলমানদের বাড়ী-ঘরে হামলা, নির্বিচারে মুসলিম গণহত্যা এবং মুজিববর্ষে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুমার পর ঐতিহাসিক বড় মসজিদ চত্বরে ময়মনসিংহে সমমনা ইসলামী দলসমূহের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলটি অনুষ্ঠিত হয়।
প্রচণ্ড ঝড়ো হাওয়া ও বৃষ্টিকে উপেক্ষা করে জুমার নামাজের পর হাজার হাজার তৌহিদী জনতা ঐতিহাসিক বড় মসজিদ চত্বরে উপস্থিত হতে থাকে।
মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে আমন্ত্রণ করা এটা বাংলাদেশের মুসলমান কোনোভাবেই সহ্য করবে না। মোদিকে প্রতিহত করতে প্রয়োজনে সেদিন বিমানবন্দরে লক্ষ লক্ষ তৌহিদী জনতা রাস্তায় অবস্থান করবে।
সমাবেশ ও গণমিছিলে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী জেলা শাখার সভাপতি মুফতি মুহিব্বুল্লাহ সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ইত্তেফাকুল ওলামা ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফুর রহমান, যুব জমিয়ত বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহিল বাকী, সেক্রেটারি নুর উদ্দিন সরকার, খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, খেলাফত মজলিস মহানগর শাখার সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম।
খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রমজান আলীসহ জমিয়ত, যুব জমিয়ত, খেলাফত মজলিসের ময়মনসিংহ জেলা এবং মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে বড় মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ গণমিছিল বের হয়ে নগরীর গাঙ্গিনাপাড় হয়ে নতুন বাজারে গিয়ে শেষ হয়।
অপরদিকে ময়মনসিংহের ঐতিহাসিক কৃষ্ণচূড়া চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা এবং মহানগর শাখার উদ্যোগে জুমার পর ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাওলানা গোলাম মাওলা ভূঁইয়া ও ময়মনসিংহ উত্তরের সভাপতি মাওলানা হারুনুর রশিদের নেতৃত্বে একটি বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
অন্যদিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ওলামা সমিতির উদ্যোগে গফরগাঁও রেলওয়ে স্টেশন চত্বরেও একটি বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
-এএ